ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অভিভাবকদের দাবি নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ২৩:০৩, ১৮ আগস্ট ২০২০

অভিভাবকদের দাবি নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ করোনার সময়ে ইংরেজী মাধ্যমে ৫০ শতাংশ টিউশন ফি মওকুফ, ছাত্র-ছাত্রীদের অনলাইন ক্লাস থেকে বঞ্চিত না করাসহ সংশ্লিষ্ট বিষয়গুলোর সমাধান চেয়ে ‘প্যারেন্টস ফোরাম অব মাস্টারমাইন্ড স্কুল’ এর করা আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকার চেয়ারম্যানকে এ নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সোমবার ওই আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট সাইফুজ্জামান তুহিন। এর আগে ১৯ জুলাই করোনাকালীন ৫০ শতাংশ টিউশন ফি মওকুফ, ছাত্র-ছাত্রীদের অনলাইন ক্লাস বঞ্চিত না করাসহ নানাবিধ সমস্যার সমাধান চেয়ে ‘প্যারেন্টস ফোরাম অব মাস্টারমাইন্ড স্কুল’ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকার চেয়ারম্যানের কাছে একটি আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, গত ১ জুলাই স্কুল কর্তৃপক্ষ বরাবর ৪ দফা দাবি জানানো হয়েছিল। এক. করোনাকালীন ৫০ শতাংশ ফি মওকুফ, দুই. উন্নতমানের অনলাইন ক্লাসের নিশ্চয়তা, তিন. ক্লাসগুলোর ভিডিও আপলোড করা এবং চার. যাদের বকেয়া আছে তাদের কিস্তি আকারে পরিশোধের সুযোগ এবং তাদের সন্তানদের অনলাইন ক্লাস করতে দেয়া। তবে বোর্ড ওই আবেদনটি নিষ্পত্তি করেনি। এ কারণে অভিভাবকদের পক্ষে মাসুদ খান নামের এক ব্যক্তি হাইকোর্টে এ রিট দায়ের করেন।
×