ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনায় আরও ৩৭ মৃত্যু, শনাক্ত ২৫৯৫

প্রকাশিত: ২২:৫৮, ১৮ আগস্ট ২০২০

করোনায় আরও ৩৭ মৃত্যু, শনাক্ত ২৫৯৫

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৭ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন নতুন ২৫৯৫ জন। এ নিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৩৬৯৪ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৭৯ হাজার ১৪৪ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১৬৪১ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬০ হাজার ৫৯১ জন। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫২৩টিসহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ৬৪ হাজার ১৮৯টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৭২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৫৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। সোমবার পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছে, তাদের মধ্যে ২৮ জন পুরুষ এবং ৯ জন নারী। তাদের ৩১ জন হাসপাতালে এবং ছয়জন বাড়িতে মারা গেছে। তাদের বয়স বিশ্লেষণে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আটজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন এবং ৬০ বছরের বেশি বয়সী ছিল ১৮ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের ছিল ২০ জন, চট্টগ্রাম বিভাগের চারজন, রাজশাহী বিভাগের তিনজন, খুলনা বিভাগের ছয়জন, বরিশাল বিভাগের একজন এবং রংপুর বিভাগের ছিল তিনজন। আর মোট মৃতদের মধ্যে পুরুষ দুই হাজার ৯১৮ জন (৭৮ দশমিক ৯৯ শতাংশ) এবং নারী ৭৭৬ জন (২১ দশমিক ০১ শতাংশ)।
×