ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লকডাউন শিথিল করল দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ২২:০১, ১৭ আগস্ট ২০২০

লকডাউন শিথিল করল দক্ষিণ আফ্রিকা

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনা সংক্রমণ বাড়তে থাকায় দক্ষিণ আফ্রিকা মার্চে পুরোদেশ লকডাউন করার ঘোষণা দেয়। সেই লকডাউন এখন শিথিল করেছে তারা। আর ভারতে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এখনও কিছু দেশ রয়েছে যেখানে করোনা পৌঁছাতে পারেনি। করোনার হটস্পট হিসেবে পরিচিত হয়ে ওঠা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া ইউরোপের দেশ ইতালিতে ফের করোনার সংক্রমণ দেখা দিয়েছে। তিন মাস পর একদিনে ছয় শতাধিক শণাক্ত। দক্ষিণ কোরিয়ায় রেকর্ড সংক্রমণের পর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, এএফপি, রয়টার্স, এশিয়া টাইমস, এনডিটিভি ও ওয়ার্ল্ডোমিটার ডট ইনফোর। ওয়ার্ল্ডোমিটারের মতে, সারাবিশ্বে রবিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই কোটি ১৭ লাখ ৩৬ হাজার ৩৪৮ জন। মারা গেছেন সাত লাখ ৭১ হাজার ৯৩ জন। সুস্থ হয়েছেন এক কোটি ৪৪ লাখ ৭১ হাজার ৭৩ জন। এখনও চিকিৎসাধীন আছেন ৬৫ লাখ ২১ হাজার ১৮৯ জন। যাদের মধ্যে ৬৪ হাজার ৪৩১ জনের অবস্থা আশঙ্কাজনক। একদিনে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৬০ হাজার ৪৩৬ জন। মারা গেছেন পাঁচ হাজার ৪১০ জন। দ.আফ্রিকায় লকডাউন শিথিল ॥ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, তার দেশে করোনার সংক্রমণ ইতোমধ্যে শীর্ষে পৌঁছেছে। আর তাই তিনি লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন। সোমবার থেকে ধীরে ধীরে অর্থনীতির ক্ষেত্রে সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়া হতে পারে। মদ ও তামাক বিক্রির বিতর্কিত সিদ্ধান্ত তুলে নেয়া হবে। টেলিভিশনে দেয়া ভাষণে রামাফোসা বলেন, এভাবে লকডাউন শিথিল করার ফলে দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতি আবার চাঙ্গা হয়ে উঠবে। ভারতে আরও ৯৫০ মৃত্যু ॥ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৯৫০ জন মারা গেছেন। এ নিয়ে মোট মারা গেছেন ৫০ হাজার ১২২ জন। একদিনে আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৯৮৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৫ লাখ ৯৪ হাজার ১১২ জন। এখনও করোনামুক্ত যেসব দেশ ॥ গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নোভেল করোনাভাইরাস চীনেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এর কয়েক সপ্তাহ পর কোভিড-১৯ অসুস্থতার জন্য দায়ী এই ভাইরাস বিশ্বজুড়ে মহামারীতে রূপ নেয়। শ্বাস-প্রশ্বাসের সমস্যা সৃষ্টিকারী এই ভাইরাস শ্লেষ্মা এবং লালার মাধ্যমে সংক্রমণের বিস্তার ঘটাতে পারে। চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবার বিক্রির বাজার থেকে আট মাস আগে উৎপত্তি হওয়া এই ভাইরাস এখন পর্যন্ত বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। জনসমাগম এড়াতে একেবারে প্রয়োজন না হলে বাইরে যাওয়া এবং সামাজিক দূরত্ব মেনে চলার জন্য বিশ্বজুড়ে সাধারণ মানুষকে উৎসাহ দিয়ে আসছেন বিজ্ঞানী, স্বাস্থ্য কর্মকর্তা এবং সরকাররা। বিশ্বের বিভিন্ন দেশ করোনার প্রথম দফার সংক্রমণের ঢেউ সামলে আবারও দ্বিতীয় ধাক্কার মুখোমুখি হয়েছে। অন্যদিকে, এখনও বিশ্বের কয়েকটি দেশে এই ভাইরাসটি পৌঁছাতেই পারেনি। এখনও করোনামুক্ত রয়েছে যেসব দেশ সেগুলো হল- কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, নাউরু, উত্তর কোরিয়া, পালাউ, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টোঙ্গা, তুর্কমেনিস্তান, টুভালু ও ভানুয়াতু। ব্রাজিলে মৃত্যু লাখ ছাড়িয়েছে ॥ লাতিন আমেরিকার দেশগুলোতে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনা। ইতোমধ্যেই ব্রাজিল, মেক্সিকো, পেরু, চিলিসহ লাতিন আমেরিকার বিভিন্ন দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ছাড়িয়ে গেছে। তবে করোনায় এখন পর্যন্ত লাতিন আমেরিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। এমনকি যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি সংক্রমণ এবং মৃত্যুও ব্রাজিলে। ফের করোনা আক্রান্ত ॥ ফিলিপিন্সের স্বরাষ্ট্রমন্ত্রী এডুয়ার্ডো আনো আবারও করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দু’বার তিনি করোনায় আক্রান্ত হলেন। এর আগেও একবার তার দেহে করোনা ধরা পড়ে। এক বিবৃতিতে এডুয়ার্ডো আনো বলেন, ফ্লুর মতো কিছু লক্ষণ দেখা দেয়ায় শুক্রবার থেকে তিনি সেলফ কোয়ারেন্টাইনে ছিলেন। ইতালিতে ফের সংক্রমণ ॥ ইতালিতে করোনা মহামারীর ভয়াবহ প্রকোপ না থাকলেও গত কয়েকদিনে আবারও বাড়তে শুরু করেছে সংক্রমণ। ২৪ ঘণ্টার ব্যবধানে সেখানে ৬২৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। গত তিন মাসের মধ্যে এটাই প্রথমবার একদিনে ছয় শতাধিক নতুন রোগী মিলল ইউরোপীয় দেশটিতে। দ. কোরিয়ায় রেকর্ড সংক্রমণ ॥ দক্ষিণ কোরিয়ায় করোনা সংক্রমণের উর্ধগতি দেখা দিয়েছে। পাঁচ মাসেরও বেশি সময় পর দেশটিতে দৈনিক সর্বোচ্চ করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার পর ভাইরাসটির বিস্তার রোধে রাজধানী সিউল ও তার আশপাশের এলাকাগুলোতে কঠোর করা হয়েছে লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ। কঠোর সামাজিক দূরত্ববিধি সংক্রান্ত নির্দেশনার মধ্যে রয়েছে জনসমাগমের ওপর নিষেধাজ্ঞাসহ পেশাদার খেলাধুলার ক্ষেত্রে নিষেধাজ্ঞাও পুনর্বহাল হয়েছে।
×