ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দেবীগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কলেজ ছাত্রের সন্ধান মেলেনি

প্রকাশিত: ২১:১৮, ১৫ আগস্ট ২০২০

দেবীগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কলেজ ছাত্রের সন্ধান মেলেনি

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নামা নিখোঁজ কলেজছাত্রের সন্ধান এখনও পাওয়া যায়নি। শনিবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার খোঁজ চলছে। সৌরভ হোসেন (১৮) নামের ওই কলেজছাত্র ৫/৬ জন বন্ধুসহ এদিন বিকালে দেবীগঞ্জ পৌর এলাকায় করতোয়া নদীর পশ্চিম তীরে সোনাপোতা এলাকায় গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। নিখোঁজ সৌরভ হোসেনের বাড়ি পৌর এলাকার মিস্ত্রি পাড়া এলাকায়। তার বাবার নাম রফিকুল ইসলাম বাবুল। সে দেবীগঞ্জ ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সৌরভ করতোয় নদীতে বন্ধুদের নিয়ে গোসল করতে নেমে সেসহ ৩/৪ জন বন্ধু নদীর প্রবল স্রোতে রাতে হাবুডুবু খেতে থাকে। অন্য বন্ধুরা কোনক্রমে নদীর তীরে উঠতে পারলেও সৌরভ পানির নীচে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা দেবীগঞ্জ থানা পুলিশে খবর দিলে তারা পার্শ্ববর্তী ডোমার ফায়ার সার্ভিসে খবর দেয়। ডুবুরীদল এসে সন্ধ্যা থেকে তার খোঁজ শুরু করে। কিন্তু রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। এদিকে নিখোঁজ সৌরভের দুই বন্ধু ওয়াহিদ ও পিয়ুসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল হাসান সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন নিখোঁজ কলেজ ছাত্রের খোঁজ এখনও চলছে।
×