ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অধস্তন আদালতে ৭৩ বিচারক ও ২৭৭ কর্মচারী করোনা আক্রান্ত

প্রকাশিত: ২১:২২, ১০ আগস্ট ২০২০

অধস্তন আদালতে ৭৩ বিচারক ও ২৭৭ কর্মচারী করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ পরিচালিত করোনা মনিটরিং ডেস্কের শনিবার পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের অধস্তন আদালতগুলোতে করোনাভাইরাস জনিত রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ৩৫০ জন। এদের মাঝে বিচারক ৭৩ জন এবং কর্মচারী ২৭৭ জন। অন্যদিকে করোনা থেকে সম্পূর্ণ সুস্থ হয়েছেন ২৩১ জন। এদের মধ্যে ৪৬ জন বিচারক এবং ১৮৫ জন কর্মচারী। বর্তমানে ২৭ জন বিচারক অসুস্থ রয়েছেন। তাদের মধ্যে ২৫ জন নিজ বাসায় এবং দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কর্মচারী অসুস্থ রয়েছেন ১০২ জন। আক্রান্তদের মধ্যে দুজন মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে একজন বিচারক এবং একজন কর্মচারী।
×