ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের তৃতীয় দ্রুততম ব্রড

প্রকাশিত: ২২:২৮, ২৭ জুলাই ২০২০

ইংল্যান্ডের তৃতীয় দ্রুততম ব্রড

স্পোর্ট রিপোর্টার ॥ স্টুয়ার্ট ব্রডের মূল কাজ বোলিং। জেমস এ্যান্ডারসনের পর মাত্র দ্বিতীয় ইংলিশ বোলার হিসেবে ৫০০ শিকারের ল্যান্ডমার্কে পা রাখতে আর মাত্র কয়েকটা উইকেট চাই। কিন্তু প্রয়োজনে ব্যাট হাতেও কম যান না সুদর্শন এ পেসার। ২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে তো সেঞ্চুরিই হাঁকিয়ে বসেন। সেই তিনি এবার টেস্টে ইংল্যান্ডের হয়ে তৃতীয় দ্রুততম হাফ সেঞ্চুরির তালিকায় নাম লেখালেন। ওল্ডট্র্যাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৫ বলে ৬২ রানের পথে ৩৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ব্রড। হাঁকিয়েছেন ৯টি চার ও একটি ছক্কা। ১৯৯২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এ্যালান ল্যাম্ব ও ২০০২ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে এ্যান্ড্রু ফ্লিনটফ ৩৩ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। ব্রড এদিন তাদের সঙ্গী হয়েছেন। টেস্টে ইংল্যান্ডের হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড এখন দখলে আছে ইয়ান বোথামের। ১৯৮১ সালে দিল্লীতে ভারতের বিপক্ষে মাত্র ২৮ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। ৩৯ বছর হয়ে গেল রেকর্ডটি দখলে রেখেছেন এই কিংবদন্তি অল রাউন্ডার। ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডও বোথামের দখলে। ১৯৮৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওভালে তিনি ৩২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন।
×