ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পোশাক শিল্পের নতুন বাজার অনুসন্ধানের নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ২৩:০৩, ২২ জুলাই ২০২০

পোশাক শিল্পের নতুন বাজার অনুসন্ধানের নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর

জনকণ্ঠ ডেস্ক ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন করোনা মহামারীতে সৃষ্ট বিশ্বপরিস্থিতিতে রফতানি আয়ের ধারা অব্যাহত রাখতে তৈরি পোশাক শিল্পের বর্তমান বাজার সংরক্ষণ করে আরও নতুন বাজার অনুসন্ধানের জন্য ইউরোপে বাংলাদেশের রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানিয়েছেন। ইউরোপে বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় পররাষ্ট্রমন্ত্রী সোমবার এ আহ্বান জানান। খবর বাসসর। এ সময় ড. মোমেন নতুন নতুন শ্রমবাজার খোঁজার জন্য রাষ্ট্রদূতদের প্রতি অনুরোধ করেন। তিনি করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের প্রণোদনা প্যাকেজসহ বিভিন্ন পদক্ষেপ স্ব-স্ব দেশের সরকার ও প্রবাসীদের অবহিত করার জন্য বাংলাদেশের রাষ্ট্রদূতদের প্রতি নির্দেশনা প্রদান করেন। বৃক্ষ রোপণের মাধ্যমে বাংলাদেশ আরও সুন্দর ও উন্নত হবে ॥ সিলেট অফিস জানায়, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সারাদেশে বৃক্ষরোপণের অংশ হিসেবে সিলেটের ২৭ ওয়ার্ডে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, বৃক্ষ আমাদের সবার জন্য খুবই জরুরী। বৃক্ষরোপণের মাধ্যমে বাংলাদেশ আরও সুন্দর ও উন্নত হবে। ২০৩০ সালে মাধ্যে ইউএনএ’র তথ্য অনুযায়ী আমাদের ২৫ ভাগ জমি বৃক্ষরোপণের আওতায় নিয়ে আসতে হবে। বর্তমানে ২২ কিংবা সাড়ে ২২ ভাগ জমিতে বৃক্ষ রয়েছে। আমাদের আরও আড়াই শতাংশ বৃক্ষরোপণ করতে হবে।
×