ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ফকিরহাট ১ দিনে পিতা-পুত্রসহ তিনজনের করোনায় মৃত্যু

প্রকাশিত: ২২:০০, ১১ জুলাই ২০২০

ফকিরহাট ১ দিনে পিতা-পুত্রসহ তিনজনের করোনায় মৃত্যু

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের ফকিরহাটে শনিবার এক দিনে করোনা আক্রান্ত হয়ে পিতা-পুত্রসহ তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার। এদিন দুপুরে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পল্লী চিকিৎসক ইয়াদ আলী (৬০)। বিকেলে তার পুত্র খানজাহান আলী বাদশা (২৮) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের বাড়ী সাতবাড়িয়া গ্রামে। এদিকে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে করোনা উপসর্গ নিয়ে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনছার ও ভিডিপির বাগেরহাটের সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মাদ মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। তার বাড়ি ফকিরহাটের আট্টাকা গ্রামে। এনিয়ে ফকিরহাটে করোনা আক্রান্ত ৫ জন মারা গেলেন। এ উপজেলায় মোট আক্রান্ত সংখ্যা ৮১জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৬ জন। অপরদিকে, শনিবার দুপুরে বাগেরহাট জেলা করোনা প্রতিরোধ কমিটির এক মূল্যায়ন সভা জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন করোনা বিষয়ে জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব মহিবুল হক। অন্যান্যের মধ্যে পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বাগেরহাট সদর ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যানদ্বয় যথাক্রমে সরদার নাসির উদ্দিন ও স্বপন দাশ, প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. মোজাফফর হোসেন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, মাননীয় এমপি শেখ হেলাল উদ্দিন এর একান্ত সচিব ফিরোজুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।
×