ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে ২০ বছরে পা রেখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিপ্রবি

প্রকাশিত: ১৫:৩৫, ৮ জুলাই ২০২০

গোপালগঞ্জে ২০ বছরে পা রেখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিপ্রবি

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ ২০ বছরে পা রেখেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তাই বিশ্ববিদ্যালয় দিবস পালন উপলক্ষে বুধবার সকাল ১১টায় সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে, বেলুন উড়িয়ে ও কেক কেটে দিবসটি উদ্যাপন করা হয়েছে। ২০০১ সালের ৮ জুলাই জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। কিন্তু পরবর্তীতে বিএনপি-জামাত জোট সরকার এসে জাতির পিতার নামাঙ্কিত এ বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেয়। অনেক বাঁধা-বিপত্তি শেষে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিশ্ববিদ্যালয়টি পুনরায় চালুর উদ্যোগ নেয় এবং ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। পরে ২০১২ সালে রিজেন্ট বোর্ডের ৭ম সভায় প্রতিবছর ৮ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর থেকে এ দিবসটি পালিত হয়ে আসছে। এ দিবসে বিশ্ববিদ্যালয়টি ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পা রাখলো। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম জানিয়েছেন, অত্যন্ত সীমিত পরিসরে আয়োজিত বিশ্ববিদ্যালয় দিবস পালন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি (রুটিন দায়িত্বে) প্রফেসর ড. মো. শাহজাহান। অন্যান্যের মধ্যে আইন অনুষদের ডীন মোঃ আব্দুল কুদ্দুস মিয়া, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ড. রাজিউর রহমান, বাংলা বিভাগের সভাপতি আব্দুর রহমান ও শেখ রাসেল হলের প্রভোষ্ট মোঃ ফায়েকুজ্জামান মিয়া সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী সেখানে উপস্থিত ছিলেন।
×