ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁ সীমান্তে করোনা সংক্রমণ ঝুঁকি প্রতিরোধে বিজিবির টহল জোরদার

প্রকাশিত: ১২:৫৭, ৮ জুলাই ২০২০

নওগাঁ সীমান্তে করোনা সংক্রমণ ঝুঁকি প্রতিরোধে বিজিবির টহল জোরদার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ আসন্ন ঈদ-উল -আজহাকে সামনে রেখে নওগাঁ সীমান্তে গরু ও মাদকদ্রব্য চোরাচালান ঠেকাতে এবং করোনা সংক্রমণ ঝুঁকি প্রতিরোধে বিজিবির টহল জোরদার করা হয়েছে। চলতি করোনা মহামারীর মধ্যে আন্তঃদেশীয় সীমান্ত দিয়ে এধরনের অবৈধ পারাপার সংক্রমন ঝুঁকি আরো বাড়বে। এমন ঝুঁকি ঠেকাতে সীমান্তে কাজ করছে বিজিবি। স্থানীয়রা সীমান্তে বিজিবির এহেন কার্যকলাপে সাধুবাদ জানিয়েছে। বিজিবি নওগাঁর পত্নীতলা ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন পিএসসি, জি, জানান, চলতি বর্ষা মৌসুমে আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আসন্ন ঈদ-উল- আজহা উপলক্ষ্যে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ পত্নীতলা, ধামইরহাট ও সাপাহার সীমান্ত এলাকায় গরু চোরাচালান কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় উল্লেখিত সীমান্তে গরু চোরাচালান বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে করে চোরাচালান বৃদ্ধিসহ সীমান্তবর্তী এলাকায় বসবাসরত জনসাধারণের জানমাল ও জীবনের নিরাপত্তা ঝুঁকির সম্মুখিন হয়ে দাঁড়াবে। এছাড়াও করোনা মহামারীর মধ্যে আন্তঃদেশীয় সীমান্ত দিয়ে এধরনের অবৈধ পারাপার সংক্রমণ ঝুঁকিও বৃদ্ধি পাবে। তিনি জানান, এই অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধি ও বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাইকিংয়ের মাধ্যমে সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধি ও গরুসহ অন্যান্য অবৈধ পন্য চোরাচালান প্রতিরোধে যথাযথ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। সেই সঙ্গে সীমান্তের চিহ্নিত চোরাকারবারীদের শনাক্ত করে তাদের গতিবিধি পর্যবেক্ষনসহ টহল তৎপরতার মাধ্যমে সীমান্তে সার্বক্ষনিক নজরদারী বৃদ্ধি করা হয়েছে। অপরদিকে সীমান্তে বাংলাদেশী নাগরিক কর্তৃক ভারতে অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত হত্যা বন্ধে বিজিবি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। বিজিবি নওগাঁ ১৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম আরিফুল ইসলাম পিএসসি জানান, সম্প্রতি নওগাঁ জেলার সাপাহার উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশী নাগরিকরা সীমান্ত আইন লঙ্ঘন করে গবাদিপশু ও মাদক চোরাকারবারের উদ্দেশ্যে ভারতে প্রবেশের প্রবনতা বৃদ্ধি পেয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও ভারত হতে চোরাচালান রোধে বিজিবি অভিযানিক দায়িত্ব, জনসচেতনতামূলক কর্মকান্ড, টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী জোরদার করেছে। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষ উদযাপন উপলক্ষে নওগাঁ জেলার সীমান্তবর্তী অসহায় ও হতদরিদ্র জনসাধারণের বিকল্প আয়ের উৎস হিসেবে ‘আলোকিত সীমান্ত’ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় হতদরিদ্র জনসাধারণের মধ্য থেকে যথাযথ ব্যক্তিকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে।
×