ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে করোনা উপসর্গে নারী ও ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ২০:৪৩, ৫ জুলাই ২০২০

বাগেরহাটে করোনা উপসর্গে নারী ও ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের ফকিরহাট ও চিতলমারী উপজেলায় করোনা উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন। আজ রবিবার সকালে হাসপাতালে নেওয়ার পথে চিতলমারীর বড়বাঢ়িয়া গ্রামের অমিনুর খান (৫০) নামে এক ব্যবসায়ী মারা যান। গত ৭/৮ দিন যাবত জ্বর, গলা ব্যাথা ও শ্বাসকষ্টেসহ করোনা উপসর্গে তিনি ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এদিকে, ফকিরহাটের কামটা গ্রামে করোনা উপসর্গ নিয়ে জাহানারা বেগম (৫৫) নামের এক নারী শনিবার রাতে মারা গেছেন। রবিবার ফকিরহাট ইসলামী ফাউন্ডশনের স্বেচ্ছাসেবক দল তার দাফন সম্পন্ন করে। তিনি ঢাকায় গৃহপরিচালিকার কাজ করতেন। মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে ২৭জুন তিনি বাড়ীতে আসেন। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার জানান, যিনি মারা গেছেন তার জ্বর, সর্দি ও গা ব্যথা ছিল। গত ১ জুলাই তার নমূনা সংগ্রহ করে করোনা সংক্রমন পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যার ফলাফল এখনও পাওয়া যায়নি।
×