ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামেও গ্রামে যাচ্ছেন নিম্ন আয়ের মানুষ

প্রকাশিত: ২২:২৮, ৫ জুলাই ২০২০

চট্টগ্রামেও গ্রামে যাচ্ছেন নিম্ন আয়ের মানুষ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রাজধানী ঢাকার ন্যায় বন্দরনগরী চট্টগ্রামেও করোনাভাইরাসের মারাত্মক প্রভাবজনিত কারণে নিম্ন আয়ের লোকজন সঙ্কটে পড়েছেন। এর ফলে এদের অনেকে শহর ছেড়ে গ্রামমুখী হয়েছেন। সদ্য সমাপ্ত জুন মাসের শেষ এবং জুলাইয়ের প্রথম সপ্তাহজুড়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে বাসা ছেড়ে দেয়ার চিত্র পরিলক্ষিত হয়েছে। জানা গেছে, এদের অধিকাংশ নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকজন। এদের মধ্যে বেসরকারী খাতে আগে চাকরি করতেন এমন ছাড়াও অন্য বিভিন্ন পেশার লোকজন রয়েছেন। করোনা পরিস্থিতিতে গত মার্চ মাসের পর থেকে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের আয় রোজগারে ব্যাপকভাবে ভাটা পড়েছে। ফলে এদের অনেকে মাস মাস বাড়ি ভাড়া দিতে পারছিলেন না। দিন দিন বকেয়া বাড়ছে। এছাড়া খুব সহসা করোনার প্রভাবের অবসান ঘটবে এমন কোন সম্ভাবনাও দৃশ্যমান নয়। ফলে অজানা ভবিষ্যত নিয়ে দিনে দিনে দেনা বাড়তে থাকার প্রেক্ষাপটে কেউ কেউ শহর এলাকা ছেড়ে নিজ নিজ গ্রামে চলে যাচ্ছেন। এছাড়া কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের বড় একটি অংশ যারা হোস্টেল কিংবা মেসে থাকত এদের অধিকাংশ নিজ নিজ বাড়িতে চলে গেছে। মার্চ মাসের পর থেকে মূলত এদের শহর ত্যাগ শুরু হয়। পরিস্থিতির কোন উন্নতি না হওয়ায় এরা নগরে আবার কখন আসবে তা সম্পূর্ণ অনিশ্চিত। উদ্ভূত পরিস্থিতিতে বাড়ি অথবা মেসের মালিকরাও ভাড়াটিয়াবিহীন হয়ে আর্থিক আয় থেকে বঞ্চিত হয়ে আছেন। যেসব বাড়ি কিংবা মেস খালি হচ্ছে তাতে নতুন করে ভাড়াটিয়া পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। বিশেষ করে নিম্ন আয়ের লোকজনের বাসা ছাড়ার প্রক্রিয়াটি উর্ধমুখী।
×