ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে সড়কে প্রাণ গেল আওয়ামী লীগ নেতার

প্রকাশিত: ২১:২৩, ৪ জুলাই ২০২০

সীতাকুন্ডে সড়কে প্রাণ গেল আওয়ামী লীগ নেতার

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম, ৩ জুলাই ॥ সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় আলহাজ মোঃ মোস্তাকিম (৫০)নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে সীতাকুন্ড সিটি গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার ১০নং সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও একই এলাকার আবদুল্লাহঘাটা আবদুল্লাহর বাড়ির আব্দুল মুনাফের পুত্র। জানা যায়, নিজ বাড়ি আবদুল্লাহঘাটা এলাকায় জুমার নামাজ শেষে এক মৃত ব্যক্তির তালিম শেষ করে নগরীর কর্নেলহাটে মোটরসাইকেলে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন তিনি। নগরীর সিটি গেট এলাকা অতিক্রমকালে বেপরোয়া একটি লরি তাঁর মোটরসাইকেলকে চাপা দিয়ে সড়কের আইলেনের পাশে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে পুলিশ বিটের পুলিশ তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। হবিগঞ্জে যুবকসহ দুই নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, বানিয়াচং উপজেলায় অটোরিক্সা ও মিনিবাসের সংঘর্ষে সহদেব দাশ (৬০) ও কিশোর পাল (২৮) নামে দুই ব্যক্তি নিহত এবং তিনজন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের বানিয়াচংয়ের কালারডুবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সহদেব দাশ বানিয়াচং উপজেলার ভাটিপাড়া গ্রামের শষী মোহন দাশের ছেলে। পেশায় তিনি ডিম ব্যবসায়ী ছিলেন। অপর নিহত কিশোর পাল বাহুবল উপজেলার কল্যাণপুর গ্রামের বিমলপালের ছেলে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমরান হোসেন জানান, অটোরিক্সাযোগে ডিম নিয়ে ভাটিপাড়া থেকে হবিগঞ্জের দিকে যাচ্ছিলেন সহদেব দাশ। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে অটোরিক্সাটির সংঘর্ষ হলে তিনি আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত কিশোর পালকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর অটোরিক্সাটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায় এবং মিনিবাস উল্টে যায় রাস্তার মাঝখানে। অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত আমির হামজা (৩), আখি দাশ (৩৬) ও সুজন (৪০) কে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন। ঝিনাইদহে নসিমন চালক নিজস্ব সংবাদদতা ঝিনাইদহ থেকে জানান, সড়ক দুর্ঘটনায় রইচ উদ্দিন (৪০) নামের এক নসিমন চালক নিহত হয়েছে। শুক্রবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ভেটেরিনারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রইচ উদ্দিন হরিনাকুন্ডু উপজেলার শাখারীদহ গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, সকালে হরিণাকুন্ডুর শাখারীদহ গ্রাম থেকে মাছ নিতে ডাকবাংলা এলাকায় যাচ্ছিল নসিমন চালক রইচ উদ্দিন। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানী এলাকার ভেটেরিনারি কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। নওগাঁয় ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দীনেশ চন্দ্র (৫৯) নামে এক চাতাল ব্যবসায়ী নিহত হয়েছেন। সেইসঙ্গে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৮টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের পিড়া মোড় নামক স্থানে। স্থানীয়রা জানান, মহাদেবপুর উপজেলার বাগধানা গ্রামের মৃত সচিন চন্দ্রের ছেলে ও পিড়া মোড় এলাকার ধান-চাতাল ব্যবসায়ী দীনেশ চন্দ্র (৫৯) পিড়া মোড়ের একটি দোকানে চা খেয়ে ধান-চাতালে ফেরার জন্য মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে ধান-চাতাল ব্যবসায়ী দীনেশ চন্দ্র ও মোটরসাইকেল আরোহী দুজনই ছিটকে একটি মালবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে দুর্ঘটনাস্থলেই ধান-চাতাল ব্যবসায়ী দীনেশ মারা যান। এ সময় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়ে দেন স্থানীয়রা। আদমদীঘিতে বিক্রয় প্রতিনিধি নিজস্ব সংবাদদাতা সান্তাহার থেকে জানান, আদমদীঘিতে বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। পুলিশ ঢাকা মেট্রো ট-২০-৫৮৩১ নম্বর ট্রাক আটক করে চালক আব্দুস সোহানকে গ্রেফতার করেছে। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্কয়ার কোম্পানির ওষুধ বিক্রয় প্রতিনিধি ফজলুল হক (৩৮) সান্তাহার-বগুড়া আঞ্চলিক মহসড়কের আদমদীঘি উপজেলার ইন্দইল নামক স্থানে পৌঁছলে, পিছন থেকে বেপরোয়া গতির ওই ট্রাক ফজলুল হকের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সে ছিঁটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ফজলুল হক কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বিনাসবাড়ীর আব্দুল কুদ্দুসের ছেলে।
×