ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সন্ধ্যায় সড়কে ঢালাই, সকালে ফাটল \ বিক্ষোভ

প্রকাশিত: ০১:২৬, ২৪ জুন ২০২০

সন্ধ্যায় সড়কে ঢালাই, সকালে ফাটল \ বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গলাচিপা \ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের বড়ইতলা বাজার সংলগ্ন রাস্তায় সন্ধ্যায় আরসিসি ঢালাই দেয়া হয়েছে। কিন্তু রাত না যেতেই তাতে অসংখ্য ফাটলের সৃষ্টি হয়েছে। রাস্তা ঢালাইয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে, এ অভিযোগে মঙ্গলবার এলাকার শত শত মানুষ রাস্তায় নেমে আসে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন কর্মসূচী পালন করে। সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলী বিষয়টি জেনে তদন্তের আশ্বাস দিয়ে বিক্ষুব্ধদের শান্ত করার চেষ্টা করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) সূত্রে জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) আওতায় ২০১৯-২০ অর্থবছরে ৯ লাখ টাকা ব্যয়ে উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের বড়ইতলা বাজার সংলগ্ন আরসিসি রাস্তার নির্মাণ কাজ চলছে। পটুয়াখালীর একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৪১৩ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের এ রাস্তা নির্মাণের দায়িত্ব দেয়া হয়েছে। ইতোমধ্যে রাস্তার ৭০ ভাগ কাজ শেষ হয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। এলাকাবাসীর অভিযোগ, সোমবার সন্ধ্যায় রাস্তার একাংশের ঢালাই দেয়া হয়। কিন্তু মঙ্গলবার সকালে সে ঢালাইয়ে ছোট ছোট অসংখ্য ফাটল ধরেছে। সামান্য আঁচড়েও ঢালাই উঠে যাচ্ছে। ঢালাই কাজে লাল বালুর পরিবর্তে সাদা বালু এবং ৬টি খোয়ার পরিবর্তে ৮টি খোয়া দেয়া হয়। সিমেন্টও কম দেয়া হয়েছে। এতে করে রাস্তার স্থায়িত্ব নিয়ে এলাকাবাসীর সন্দেহ হয়। তারা বিষয়টি রাস্তা নির্মাণ তদারকির দায়িত্বে উপ-সহকারী প্রকৌশলীকে অবহিত করলে তিনি উল্টা লোকজনের সঙ্গে অসদাচরণ করেন। প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেয়া লোকজন অভিযোগ করেন, সংশ্লিষ্টদের যোগসাজশে নির্মাণ কাজে রীতিমতো চুরি হয়েছে। এ রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ নিত্য যাতায়াত করে। যেভাবে রাস্তা নির্মাণ হয়েছে, তাতে কয়েক মাসেই তা নিশ্চিহ্ন হয়ে যাবে।
×