ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনায় জামিন জালিয়াতি করে বের হওয়া ৫ আসামি গ্রেফতার

প্রকাশিত: ২৩:৩২, ২২ জুন ২০২০

খুলনায় জামিন জালিয়াতি করে বের হওয়া ৫ আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ দীঘলিয়া উপজেলার টিপু সুলতান শেখ হত্যা মামলার হাইকোর্টের জামিন জালিয়াতি করে বের হওয়া ৫ আসামিদের গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুর ১টায় দীঘলিয়া উপজেলা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই ৫ আসামি হচ্ছে দীঘলিয়া উপজেলার পদ্মবিলা গ্রামের কায়েম শেখের ছেলে লুৎফর শেখ, সোহাগ শেখ, জুয়েল শেখ ও সেলিম শেখ এবং মুসলিমডাঙ্গা গ্রামের এসকেন মোল্লার ছেলে আবদুল্লাহ মোল্লা। জামিন জালিয়াতির বিষয়টি রাষ্ট্রপক্ষ আদালতের নজরে আনার পর আসামিদের জামিন বাতিল করে উচ্চ আদালত। দীঘলিয়া থানার ওসি মঞ্জুর মোর্শেদ জানান, জামিন জালিয়াতি করে কারাগার থেকে বের হওয়া ৫ আসামিকে গ্রেফতারের জন্য পুলিশী অভিযান অব্যাহত ছিল। এ অবস্থায় ওই ৫ আসামি রবিবার দুপুরে দীঘলিয়া থানা পুলিশের কাছে ধরা পড়ে। এরপর তাদের গ্রেফতার দেখিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয় এবং আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর দীঘলিয়া উপজেলার পদ্মবিলা গ্রামে প্রতিপক্ষরা টিপু সুলতান শেখকে কুপিয়ে হত্যা করে। ধারালো অস্ত্রাঘাতে তার শরীর থেকে একটি পা বিছিন্ন হয়ে যায়। টিপু সুলতান হত্যা মামলার ওই ৫ আসামি সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন জালিয়াতি করে কারাগার থেকে বেরিয়ে যায়।
×