ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শূটিংয়ে ফিরলেন চমক তারা

প্রকাশিত: ২০:৫৭, ৬ জুন ২০২০

শূটিংয়ে ফিরলেন চমক তারা

স্টাফ রিপোর্টার ॥ করোনা’র এই ক্রান্তিকালে অনেকেই স্বাস্থ্যবিধি মেনে শূটিং শুরু করেছেন। অন্য অনেক শিল্পীর মতোই নিয়ম মেনে শূটিং-এ ফিরেছেন এই প্রজন্মের অভিনেত্রী চমক তারা। গেল তিনমাস লকডাউনে গৃহবন্দী সময় কাটিয়েছেন চমক তারা। অবশেষে করোনার চাপ মাথায় নিয়েই শূটিং-এ ফিরেছেন তিনি। গতকাল থেকে মানিকগঞ্জে জুয়েল শরীফের পরিচালনায় ‘সন্ধ্যা পাড়ের জীবন’ ধারাবাহিকের শূটিং শুরু করেছেন তিনি। আগামীকাল পর্যন্ত টানান তিনদিন তিনি ছয় পর্বের এই ধারাবাহিক নাটকের শূটিং-এ অংশ নিবেন চমক তারা। বাংলাদেশ টেলিভিশনে প্রচারের লক্ষ্যে নির্মাণ চলতি এই ধারাবাহিকে চমক তারা অভিনয় করছেন নাটকের কেন্দ্রীয় চরিত্র হেনা’তে। নাটকটি রচনা করেছেন সৈয়দ মহিদুর রহমান। তিনমাস পর নাটকের শূটিংয়ে ফেরা প্রসঙ্গে চমক তারা বলেন, আল্লাহর অশেষ রহমতে স্বাস্থ্যবিধি মেনেই শূটিং হচ্ছে। তবে এটা সত্যি টানা তিনমাস পর শূটিং করতে গিয়ে শূটিংয়ের যে ফ্লেক্সিবিলিটিটা থাকে সেটা আসতে একটু সময় লেগেছে। পুরো ইউনিট খুব সচেতনতার মধ্য দিয়েই শূটিং করছে। অভিনয়ে পূর্ণ মনোযোগ দিতে একটু সময় লাগছে। কারণ করোনা ভাবনাটাতো আসলে মাথায় থাকছেই ঘুরে ফিরে। আর এটা আসলে কিছুদিন থাকবেই, কারণ দীর্ঘ তিনটা মাসের প্রতিটি দিনই আসলে করোনা ভাবনা নিয়ে সময় কেটেছে। সেই ভাবনা থেকে বের হতে একটু সময় তো লাগবেই। জুয়েল শরীফ ভাইয়ের নির্দেশনায় এর আগেও বিটিভির জন্য নির্মিত বেশ ক’টি কাজ করেছি। খুব চমৎকার একজন পরিচালক এবং ভীষণ সহযোগিতা মনোভাবাপন্ন একজন পরিচালক। এই ধারাবাহিকে রতন চরিত্রে চমক তারার বিপরীতে অভিনয় করছেন শিশির আহমেদ। আরও অভিনয় করছেন ফারুক আহমেদ, মাহমুদুল ইসলাম মিঠু, মাজনুন মিজান, তারিক স্বপন, নাফিসা নাফা’সহ আরও অনেকে। এদিকে করোনার ক্রান্তিকালে চমক তারা সহযোগিতার হাত নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন। চমক তারা সবসময়ই বলে এসেছেন মঞ্চ নাটকে অভিনয় করতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে কবে নাগাদ মঞ্চ নাটকে ফিরবেন তিনি তা এখনও নিশ্চিত নন।
×