ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তৃতীয় দিনেও বিমানের সব ফ্লাইট বাতিল

প্রকাশিত: ২১:৩২, ৫ জুন ২০২০

তৃতীয় দিনেও বিমানের সব ফ্লাইট বাতিল

স্টাফ রিপোর্টার ॥ যাত্রী না থাকায় তিন দিনেও সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার থেকে শুরু করে শনিবার আগামীকাল শনিবার পর্যন্ত বিমানের কোন ফ্লাইট চলবে না। করোনাভাইরাস পরিস্থিতিতে এখন পর্যন্ত আন্তর্জাতিক রুট ফ্লাইট চলাচল শুরু হয়নি। বিমানের দাবি, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অভ্যন্তরীণ যাত্রী সঙ্কট সৃষ্টি হয়েছে, তাই ফ্লাইট বাতিলে বাধ্য হয়েছে। এই তিন দিন ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন চারটি করে ফ্লাইট পরিচালনার কথা ছিল। এদিকে বিমান যাত্রা বাতিল করলেও বেসরকারী দুই এয়ারলাইন্স কোম্পানি ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার তাদের ফ্লাইট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, যাত্রী স্বল্পতার কারণে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। যাত্রী না পাওয়ার কারণেই ৬ জুন পর্যন্ত অভ্যন্তরীণ সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ৪, ৫ ও ৬ জুন যেসব ফ্লাইট সিডিউল করা ছিল, সেগুলো চলবে না। অন্যদিকে অভ্যন্তরীণ একই রুটে বেসরকারী ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার যাত্রী নিয়ে ফ্লাইট চলাচল করছে। এই দুই এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রী কিছুটা কম থাকলেও তারা ফ্লাইট বাতিলের কোন চিন্তা আপাতত করছে না।
×