ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে আইসোলেশন সেন্টারে বৃদ্ধর মৃত্যু

প্রকাশিত: ২০:৫০, ৪ জুন ২০২০

মুন্সীগঞ্জে আইসোলেশন সেন্টারে বৃদ্ধর মৃত্যু

স্টাফ রিপোর্টার,মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে আজ বৃহস্পতিবার করোনা উপসর্গ নিয়ে আবুল হোসেন (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার সকালে তাকে অসুস্থ অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার করোনার উপসর্গ ছিল, তাই দুপুর ১২টায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব তথ্য দিয়ে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, আইসোলেশন সেন্টারে মারা যাওয়া সদর উপজেলার বিনোদপুর গ্রামের আবুল হোসেনের লাশ ডব্লিউএইচও’র নির্দেশনা মোতাবেক দাফন করার জন্য বলা হয়েছে। এই নিয়ে মুন্সীগঞ্জে ২২ জন করোনায় মারা গেলেন। এর মধ্যে সদর উপজেলায় ১৪ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ৩ জন, লৌহজং উপজেলায় ৩ জন, সিরাজদিখান উপজেলায় ১ জন, শ্রীনগর উপজেলায় ১ জন মারা গেছেন।
×