ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনায় কেন্দ্রীয় ব্যাংকের ৫০ কর্মকর্তা আক্রান্ত

প্রকাশিত: ০০:৩৬, ৪ জুন ২০২০

করোনায় কেন্দ্রীয় ব্যাংকের ৫০ কর্মকর্তা আক্রান্ত

অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনাভাইরাসে বাংলাদেশ ব্যাংকের অন্তত ৫০ কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। এমন দাবি করে গবর্নরের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার ওয়েলফেয়ার কাউন্সিল। ওই চিঠিতে তারা কর্মকর্তাদের দুই থেকে তিন ভাগ করে পালাক্রমে দায়িত্ব পালনের দাবি জানিয়েছে। গত ১ জুন বাংলাদেশ ব্যাংক গবর্নর ফজলে কবির বরাবর এ সংক্রান্ত চিঠি দেয়া হলেও বুধবার রাতে জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘এখনও পালাক্রমে দায়িত্ব পালনের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। তবে বিভাগের প্রধানেরা চাইলে যে কাউকে ছুটিতে রাখতে পারেন। তিনি সিদ্ধান্ত নেবেন, কতজন কর্মকর্তা অফিস করবেন।’ বাংলাদেশ ব্যাংক অফিসার ওয়েলফেয়ার কাউন্সিলে ওই চিঠিতে বলা হয়েছে, করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত দীর্ঘ সাধারণ ছুটি শেষে গত ৩১ মে অফিস কার্যক্রম পুরো মাত্রায় চালু করা হয়েছে। লক্ষণীয় যে অফিস চালু হওয়ার পর অফিসের প্রধান ফটক, ভবনের ফটক, লিফট, করিডোরে মানবজট তৈরি হচ্ছে। স্টাফ বাসে গা ঘেঁষে বসে কর্মকর্তা-কর্মচারীকে অফিসে যাতায়াত করতে হচ্ছে। চিঠিতে বলা হয়েছে, ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আরও অর্ধশতাধিক কর্মকর্তার উপসর্গ দেখা দিয়েছে। এ অবস্থায় কর্মকর্তা-কর্মচারীদের দুই বা তিন ভাগ করে সাপ্তাহিক বা পাক্ষিক ভিত্তিতে পালাক্রম করে দায়িত্ব পালনের দাবি জানিয়েছে অফিসার কাউন্সিল।
×