ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পলিথিনে মুড়িয়ে করোনায় মৃতের দাফন কাজ করা যাবে ॥ অধ্যাপক নাসিমা

প্রকাশিত: ২৩:৩০, ৪ জুন ২০২০

পলিথিনে মুড়িয়ে করোনায় মৃতের দাফন কাজ করা যাবে ॥ অধ্যাপক নাসিমা

স্টাফ রিপোর্টার ॥ বডি ব্যাগ না পাওয়া গেলে পলিথিনে মুড়িয়ে করোনায় মারা যাওয়া ব্যক্তির মৃতদেহ দাফন কাজ করা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির জন্য নির্দিষ্ট কবরস্থানের প্রয়োজন নেই। তবে সাবধানতা অবলম্বন করতে হবে। বুধবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত নিয়মিত অন লাইফ ব্রিফিংয়ে বুলেটিনে তিনি এই তথ্য জানান। নাসিমা সুলতানা বলেন, মৃতদেহ নিজ নিজ ধর্মীয় বিধি অনুযায়ী সতর্কতা অবলম্বন করে দাফন ও সৎকার করা যায়। নিয়মানুযায়ী সব আনুষ্ঠানিকতা শেষে বডি ব্যাগ না পাওয়া গেলে পলিথিনে মুড়িয়ে মনোনীত কবরস্থান কিংবা পারিবারিক কবরস্থানে দাফন করা যায়। শুধু করোনা আক্রান্ত হিসেবে নির্দিষ্ট কবরস্থানে দাফনের কোন প্রয়োজন নেই। পারিবারিক কবরস্থানেও মৃতদেহ দাফন করা যাবে। তিনি আরও বলেন, ‘বিশ্বস্বাস্থ্য সংস্থা বলেছে মৃত ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির শরীরে কোভিড-১৯ ভাইরাস সংক্রমিত হওয়ার কোন প্রমাণ পাওয়া যায়নি। মৃতদের সৎকারে ৩-৪ ঘণ্টা লেগেই যায়। ৩ ঘণ্টা পর এই ভাইরাসের কর্মক্ষমতা থাকে না মৃতদেহে। এ জন্য ছড়ানোর কোন আশঙ্কা নেই।
×