ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমফানে ক্ষতিগ্রস্তরা সেনাবাহিনীর দেওয়া ঘর পেয়ে খুশি

প্রকাশিত: ১৮:৫২, ৩ জুন ২০২০

আমফানে ক্ষতিগ্রস্তরা সেনাবাহিনীর দেওয়া ঘর পেয়ে খুশি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে ঘূর্ণিঝড় আমফান পরবর্তী দুর্যোগ মোকাবিলায় কাজ করছে সেনাবাহিনী। ঝড়ে বিধ্বস্ত ঘরবাড়ি তৈরি, ত্রাণ সরবরাহ, শুকনা খবার বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহ, খাবার স্যালাইন, নগদ আর্থিক সহায়তা করছেন তারা। বরিশালের শেখ হাসিনা সেনা নিবাসের পক্ষ থেকে জেলার মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার ৪৫টি-সহ উপকূলীয় ক্ষতিগ্রস্ত ১৯৮ পরিবারকে এই ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। শরণখোলা উপজেলার দক্ষিণ সাউথখালী গ্রামে ক্ষতিগ্রস্তদের জন্য তৈরী টিনশেড ঘর হস্থান্তর করেন ২৮ পদাতিক ব্রিগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ আল মাসুম। এ সময় পানি উন্নয়ন বোর্ড, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন, লে. কর্নেল শামস ইয়াসীন খানসহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ আল মাসুম শরণখোলার ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন। সেনাবাহিনীর তত্ত্বাবধানে দ্রুত বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ শুরু হবে বলেও জানান তিনি।
×