ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সব খুলে দিয়ে সরকার কানে তুলা দিয়েছে ॥ ফখরুল

প্রকাশিত: ২৩:০৩, ২ জুন ২০২০

সব খুলে দিয়ে সরকার কানে তুলা দিয়েছে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ করোনা মহামারীর ভয়াবহতা বিবেচনায় না এনে সবকিছু খুলে দিয়ে সরকার কানে তুলা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বাস ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর সমালোচনা করে ফখরুল বলেন, বাস মালিকদের স্বার্থেই এটা করা হয়েছে। মালিকদের আবার অনুদান দিচ্ছে সরকার। পুরো বিষয়টা হয়েছে লুটপাটের জন্য। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত অমানবিক। কারণ, কম আয়ের মানুষই বাসে ওঠে। তিনি বলেন, চলাচল শুরু হওয়ার পর দেখছি ট্রেনগুলোতে গাদাগাদি করেই মানুষ আসছে। বাসে ওঠা ও জায়গা পাওয়ার জন্য রীতিমতো মারামারি হচ্ছে। লঞ্চেও একই অবস্থা হয়েছে। দেশে এভাবে গণপরিবহনকে নিয়ন্ত্রণ করা যাবে না। অফিস খুললে তো লোকজন আসবেই।
×