ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে জিপিএ-৫ না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত: ১৭:২১, ৩১ মে ২০২০

শরীয়তপুরে জিপিএ-৫ না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

অনলাইন রিপোর্টার ॥ শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোতাসিন রহমান বর্ষা নামে এক শিক্ষার্থী জিপিএ -৫ না পাওয়ায় আজ দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি উপজেলা ইদুলপুর ইউনিয়নে বটনা গ্রামের মতিউর রহমান সরকারের মেয়ে। তিনি এবার ইদুলপুর হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। আজ রবিবার দুপুর ১টার দিকে নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে পরিবারের সদস্যরা জানান। থানা ও পরিবার সূত্রে জানা যায়, বর্ষা একজন মেধাবী ছাত্রী ছিল। তিনি ইদুলপুর হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তার আশা ছিল জিপিএ-৫ পাবে। কিন্তু প্রকাশিত ফলে দেখা গেছে তিনি জিপিএ ৪.৫০ পেয়েছে। এ নিয়ে বর্ষা মন খারাপ করে ছিল। আর এক পর্যায়ে তিনি ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী বলেন, আমি ঘটনাটি শুনে ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
×