ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনায় শরীয়তপুরে ২৪ঘন্টায় সর্বোচ্চ ৩১জন আক্রান্তের রেকর্ড, ১জনের মৃত্যু

প্রকাশিত: ১৮:১০, ২৮ মে ২০২০

করোনায় শরীয়তপুরে ২৪ঘন্টায় সর্বোচ্চ ৩১জন আক্রান্তের রেকর্ড, ১জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর ॥ শরীয়তপুরে গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ৩১জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২১জনে। নতুন আক্রান্তদের মধ্যে শরীয়তপুর সদর উপজেলা ডোমসার ইউনিয়নে ১৩জন, রুদ্রকর ইউনিয়নে ২জন, নড়িয়ার ভোজেশ^র, ডিংগামানিক ও ফতেজঙ্গপুর ইউনিয়নে ১জন করে, ডামুড্যার সিড্যা ইউনিয়নে ৩জন ও পৌরসভায় ১জন, গোসাইরহাটের আলাওলপুর ইউনিয়নে ৭জন ও ইদিলপুর ইউনিয়নে ১জন এবং ভেদরগঞ্জ উপজেলায় ১ জন। এদিকে করোনার উপসর্গ নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন থাকা মোজাম্মেল মুন্সি (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। মোজাম্মেল মুন্সি নড়িয়া উপজেলার সুরেশ্বর গ্রামের মৃত মহিউদ্দিন মুন্সির ছেলে। তিনি ঢাকার মোহাম্মদপুরে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন। শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুনীর আহম্মেদ খাঁন বলেন, গত ২৪ মে মোজাম্মেল মুন্সি ঢাকা থেকে সর্দি, কাশি ও জ্বর নিয়ে শরীয়তপুরে আসলে ওইদিন তার ছেলেরা তাকে সদর হাসপাতালে নিয়ে আসে। করোনার উপসর্গ থাকায় আমরা তাকে আইসোলেশনে ভর্তি করে চিকিৎসা দেই। ভর্তির পরই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল এখনো হাতে আসেনি।
×