ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে ইউএনওর ব্যতিক্রমী ঈদ উদযাপন

প্রকাশিত: ১৬:০০, ২৫ মে ২০২০

সোনারগাঁয়ে ইউএনওর ব্যতিক্রমী ঈদ উদযাপন

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ ॥ সোনারগাঁয়ে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের পাশে করোনার ভয়ে নেই কোন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। তাই এসব পরিবারদের ঘরে নেই খাবার ও ঈদের আনন্দ। এমন পরিস্থিতিতে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম খাদ্য সামগ্রী নিয়ে তাদের সাথে ঈদ উদযাপন করেছেন। সোমবার সকালে ইউএনওকে সাথে নিয়ে তারা ঈদের আনন্দ উপভোগ করেন। জানাযায়, সোনারগাঁ উপজেলা মোট করোনা রোগীর সংখ্যা ১৫৯ জন, সুস্থ হয়েছেন ৫৫ জন। করোনায় আক্রান্ত হয়েছে মারা গেছেন ৪ জন। এসব মৃত ব্যক্তিদের পরিবারের লোকজন ঘর থেকে বের হলেই এলাকাবাসীর বাধা। করোনা ভাইরাসের আক্রান্তর ভয়ে আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা এসব পরিবারের খোঁজখবর নেওয়াসহ যোগাযোগ বন্ধ করে দিয়েছেন বলে জানান এ পরিবারগুলো। তাই এ পরিবার গুলোর অসহায় হয়ে পড়ায় অনেক কষ্টে দিন যাপন করছে। এমন খবর পেয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম । তাদের ঘরে নিজেই পৌছে দিচ্ছেন খাদ্য সামগ্রীসহ অন্যান মালামাল। নাম প্রকাশে অনিচ্ছুক একটি পরিবারের লোকজন বলেন, করোনায় পিতাকে হারিয়ে আজ আমরা অসহায় হয়ে পড়েছি। কেউ আমাদের খোজ খবরও নেন না । ইউএনও স্যার আমাদের খাদ্য সামগ্রী দিচ্ছেন এবং ঈদ আমাদের সাথে উপভোগ করেছেন । তিনি গরীবদের মানবিক ইউএনও । উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম জানান, করোনায় আক্রান্ত হয়ে তাদের অভিভাবক মারা যাওয়ায় তারা আজ অসহায় । তাই এসব পরিবারদের রেখে ঈদ উদযাপন করতে পারি না । তাই স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জারসহ রান্না করা খাবার নিয়ে তাদের ঘরে ঘরে গিয়ে ঈদের আনন্দ উপভোগ করেছি।
×