ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লকডাউন শিথিল করা উচিত ॥ জাপা চেয়ারম্যান

প্রকাশিত: ২১:৪০, ২২ মে ২০২০

লকডাউন শিথিল করা উচিত ॥ জাপা চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সারাবিশ্ব করোনাভাইরাসের কারণে আজ বিপর্যস্ত। আমাদের দেশও সেই বিপর্যস্ত অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে আমাদের সবার উচিত বিনা প্রয়োজনে ঘরের বাইরে না যাওয়া। ঘরে থাকা মানেই করোনা থেকে নিরাপদ। বৃহস্পতিবার রাজধানীতে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন জিএম কাদের। সরকারের প্রতি অনুরোধ জানিয়ে জিএম কাদের বলেন, যেহেতু লকডাউন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সেহেতু খেটে খাওয়া সাধারণ মানুষের কথা চিন্তা করে আস্তে আস্তে লকডাউন শিথিল করা উচিত। যাতে সাধারণ মানুষ কাজ করে খেতে পারে এবং আমাদের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হয়। সরকার যেন এ বিষয়টি বিবেচনা করে। যাত্রাবাড়ী থানার উত্তর কুতুবখালি পাওয়ার হাউস সংলগ্ন বাজার প্রাঙ্গণে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইব্রাহিম খান জুয়েলের উদ্যোগে করোনা প্রাদুর্ভাবে অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
×