ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ডাক্তার-সাংবাদিক হয়রানি করলে গ্যাস বিদ্যুত লাইন কেটে দেয়া হবে

প্রকাশিত: ১০:৪৭, ২১ এপ্রিল ২০২০

ডাক্তার-সাংবাদিক হয়রানি করলে গ্যাস বিদ্যুত লাইন কেটে দেয়া হবে

স্টাফ রিপোর্টার ॥ চিকিৎসক এবং নার্সদের বাড়ি ছাড়ার জন্য হয়রানি করলে বিদ্যুত এবং গ্যাসের লাইন কেটে দেয়া হবে। সোমবার বিদ্যুত এবং জ্বালানি বিভাগ এমন সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে করোনা আক্রান্তদের পাশাপাশি চিকিৎসক, নার্স, আইন শৃঙ্খলা বাহিনী এবং সংবাদমাধ্যম কর্মীদের হয়রানির বদলে মানবিক আচরণ করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। প্রচলিত বিদ্যুত এবং গ্যাস বিতরণ আইনে এ ধরনের ক্ষেত্রে কারো সংযোগ বিচ্ছিন্ন করার বিধান নেই। সরকার নির্বাহী আদেশে বিষয়টি করতে চাইলেও এক ধরনের প্রক্রিয়া রয়েছে। সেক্ষেত্রে মন্ত্রণালয়ের একক সিদ্ধান্তে এই আদেশ আইনত বৈধ কি না জানতে চাইলে জ¦ালানি বিভাগের সিনিয়র সচিব আনিসুর রহমান বলেন, আইন পরে আগে প্রয়োজন মানুষের জীবন রক্ষা করা। তিনি বলেন, আজ যেসব বাড়িওলা হয়রানি করছে কাল যে তিনিই করোনা আক্রান্ত হবেন না তার কি নিশ্চয়তা আছে। জ্বালানি সচিব বলেন, আমরা বাড়িওলাদের মানবিক হওয়ার আহ্বান জানাই। জাতির এই দুর্যোগের সময় সকলকে ধৈর্য ধরে এক সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। যে মানুষটি জীবন বাজি রেখে রাষ্ট্রকে রক্ষা করার চেষ্টা করছে তাকে বাড়ি ছেড়ে দিতে বলা চরম অমানবিক বিষয়। সঙ্গত কারণে আমাদের কাছে এমন অভিযোগ এলেই ব্যবস্থা নেব। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাস মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্টব্যক্তিবর্গ জনগণকে সেবা প্রদান করে যাচ্ছেন। অপরদিকে সরকারী নির্দেশনায় করোনা আক্রান্ত মানুষ হোম কোয়ারেন্টাইনে আছেন যাতে করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়াতে না পারে। কিন্তু এর মধ্যেই কিছু বাড়িওয়ালা এ সকল নিবেদিতপ্রাণ চিকিৎসা সেবা প্রদানকারী ব্যক্তিদেরকে এবং হোম কোয়ারেন্টাইনে থাকা করোনা আক্রান্ত মানুষকে বাড়ি ছেড়ে দেয়ার জন্য হয়রানিমূলক আচরণ করছেন যা খুবই দুঃখজনক ও অমানবিক। এ সময় এ সকল নিবেদিতপ্রাণ চিকিৎসাসেবা দানকারী ও করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানো নৈতিক ও মানবিক দায়িত্ব। বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুত বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিদ্ধান্ত হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তি, জরুরী সেবাদানকারী ব্যক্তি, সংবাদকর্মী এবং করোনা আক্রান্ত হোম কোয়ারেন্টাইনে থাকা কোনো ব্যক্তিকে কোনো বাড়িওয়ালার হয়রানি করার তথ্য পাওয়া গেলেই ওই সকল বাড়িওয়ালা বা হয়রানিকারীর বিদ্যুত ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে। বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (ও পল্লী বিদ্যুত সমিতিসমূহ), ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকোর ওয়েবসাইটে দেয়া কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ও গ্রাহক সেবা কেন্দ্রের টেলিফোন নম্বরে যোগাযোগ করে হয়রানির তথ্য জানানো যেতে পারে। এ ধরনের অভিযোগ পাওয়ার পর যাচাই করে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্নের ব্যবস্থা নেয়া হবে। একইভাবে সংশ্লিষ্ট গ্যাস বিতরণ কোম্পানির ওয়েবসাইটে দেয়া কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ও গ্রাহক সেবা কেন্দ্রের টেলিফোন নম্বরে যোগাযোগ হয়রানির তথ্য জানানো হলে গ্যাস সংযোগ বিচ্ছিন্নের ব্যবস্থা নেয়া হবে। বিদ্যুত সেবা হতে হবে নিরবচ্ছিন্ন ॥ বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, অনেক জায়গা থেকে লোডশেডিংয়ের অভিযোগ পাওয়া যাচ্ছে- যা অনাকাক্সিক্ষত। বর্তমানে পিক আওয়ারে নয় হাজার মেগাওয়াট চাহিদা হলেও গড়ে ৬০০০-৭০০০ মেগাওয়াট বিদ্যুত লাগছে। তবুও কেন লোডশেডিং হবে? বিদ্যুত বিভ্রাট হলে দ্রুততার সঙ্গে গ্রাহকদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। রোস্টার করে কয়েকটি দলে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করার জন্য সংশ্লিষ্ট বিতরণ কোম্পানিকে নির্দেশ দেন তিনি।
×