ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বেতনের দাবিতে সাকিবের ফার্মে আন্দোলন

প্রকাশিত: ০৯:২৭, ২১ এপ্রিল ২০২০

বেতনের দাবিতে সাকিবের ফার্মে আন্দোলন

স্পোর্টস রিপোর্টার ॥ বৈশ্বিক করোনাভাইরাসের প্রভাবে স্থবির হয়ে পড়েছে বিশ্ব। এই মুহূর্তে নি¤œ আয়ের মানুষ কঠিন সময় পার করছেন। তাই অসহায় হয়ে পড়া এই মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেক ক্রিকেটার। এমনকি সাকিব আল হাসানও বিভিন্ন সহায়তা দিয়েছেন। তবে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মাসুদ মোড়ে এই অলরাউন্ডারের প্রতিষ্ঠিত সাকিব আল হাসান এ্যাগ্রো ফার্ম লিমিটেডের শ্রমিকরা ৪ মাস ধরে বেতন পাচ্ছেন না। বাধ্য হয়ে তাই সোমবার বেতনের দাবিতে ফার্মের ২ শতাধিক শ্রমিক আন্দোলনে নেমেছেন। সাকিবের প্রতিষ্ঠিত এ্যাগ্রো ফার্মটির তত্ত্বাবধান করেন সগীর হোসেন পাভেল। কিন্তু সাকিব যখন করোনা প্রতিরোধে একের পর এক অবদান রেখে যাচ্ছেন এবং অনুদান দিচ্ছেন, তখন তারই প্রতিষ্ঠানের কর্মচারীরা বেতন পাননি গত ৪ মাস ধরে। বারবার সময় নিয়েও কর্তৃপক্ষ বেতন না দেয়ায় বাধ্য হয়ে সোমবার সকালে আন্দোলনে নামেন ২০০ এর বেশি শ্রমিক।
×