ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রমজানে চাহিদার তুলনায় বেশি পণ্য আমদানি

প্রকাশিত: ০৯:০৮, ২১ এপ্রিল ২০২০

রমজানে চাহিদার তুলনায় বেশি পণ্য আমদানি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পবিত্র রমজান উপলক্ষে চাহিদার তুলনায় বেশি পণ্য আমদানি হয়ে এসেছে। দেশের কয়েকটি বড় শিল্প গ্রুপ ছোলা, ডাল, চিনি, মটরসহ প্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানি করেছে, যা এখন প্রতিদিন খাতুনগঞ্জে স্থল ও নৌপথে আড়তে ঢুকছে। আড়তদাররা পাইকারি পর্যায়ে তা বিক্রিও করছে। খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সূত্রে জানানো হয়েছে, শীর্ষস্থানীয় আমদানিকারকরা এবার অধিক পরিমাণ ভোগ্যপণ্য আমদানি করেছে। বেসরকারী পরিসংখ্যান অনুযায়ী, ইতোমধ্যে ছোলা, ডাল, চিনি, মটরসহ প্রয়োজনীয় ভোগ্যপণ্য এসেছে ১৭ লাখ টনেরও বেশি। ধারণা করা হচ্ছে এবারের রমজানে ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে। বাজার পরিস্থিতিতে দেখা যায়, যে পরিমাণ পণ্য ডেলিভারি হয়ে এসেছে সে পরিমাণ ক্রেতার সমাগম এখনও হয়নি। মূলত, দেশের বিভিন্ন স্থানে করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে প্রতিদিন পাইকারি পর্যায়ে বিক্রি বাড়ছে। খুচরা ভোক্তা পর্যায়ে সরবরাহও আগের তুলনায় বেড়েছে। পণ্য পরিবহনে লকডাউন পরিস্থিতিতে সুযোগ রাখার নির্দেশনা রয়েছে সরকারের।
×