ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জের দুটি ক্লিনিকের স্টাফদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন

প্রকাশিত: ১২:৪৬, ১৩ এপ্রিল ২০২০

মুন্সীগঞ্জের দুটি ক্লিনিকের স্টাফদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ তথ্য গোপনের অভিযোগে মুন্সীগঞ্জ শহরের সদর হাসপাতাল রোডের ডক্টরস ক্লিনিকসহ আরও একটি ক্লিনিকের স্টাফদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠিয়েছে প্রশাসন। রবিবার সকালে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এ সিদ্ধান্ত নেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুমন বণিক, সদর থানার ওসি মোঃ আনিচুর রহমান। সদর উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ জানান, শহরের ডক্টর’স ডায়াগনস্টিক এ্যান্ড কনসালটেশন সেন্টারের মালিক জাকির হোসেন (কোভিড-১৯) করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন। আরও জানা যায়, করোনা শনাক্তের পরও তিনি বেশ কিছুদিন যাবত মুন্সীগঞ্জে যাওয়া আসা করছিলেন এবং ভবনে কিছু পরিবার বাস করে, তাই প্রশাসন সতর্কতার কারণে সেখানে অভিযান চালিয়ে ডক্টর’স ডায়াগনস্টিক এ্যান্ড কনসালটেশন সেন্টার এবং একই বিল্ডিংয়ের ওপরের তলায় টাইম ডিজিট্যাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সকল স্টাফদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তবে বিল্ডিংয়ের ওপরের তলায় বসবাসরত পরিবারগুলো এর বাইরে রয়েছে।
×