ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনা পরীক্ষা হবে

প্রকাশিত: ১১:২২, ১৩ এপ্রিল ২০২০

  চার বিশ্ববিদ্যালয়ের  ল্যাবে করোনা  পরীক্ষা হবে

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস শনাক্তকরণের রিয়েল টাইম পিসিআর মেশিন রয়েছে এমন ১১ বিশ্ববিদ্যালয়ের মধ্যে চারটিতে এই করোনার নমুনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়গুলো হলো-ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি এ্যান্ড এ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। করোনাভাইরাস শনাক্তকরণের রিয়েল টাইম পিসিআর মেশিন রয়েছে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবগত করার পর বিশ্ববিদ্যালয়গুলোতে করোনারোগী শনাক্তকরণের উদ্যোগ নেয়া হয়েছে। রবিবার স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানা যায়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের সঙ্গে পারস্পরিক খুদে বার্তাকে তথ্য সূত্র হিসেবে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, এই বিশ্ববিদ্যালয়গুলোর ল্যাবে রিয়েল টাইম পিসিআর মেশিনসহ কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষা করা যায় মর্মে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মনে করে। এমতাবস্থায়, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানানো হলো। প্রয়োজনীয় অবকাঠামো যাচাই করে সেখানে করোনা রোগী শনাক্তকরণের ব্যবস্থা চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে চিঠি। এর আগে শনিবার সন্দেহভাজন করোনাভাইরাস আক্রান্ত রোগীদের নমুনা পরীক্ষার জন্য সরকারের অনুমতি পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে, বর্তমানে ১১টি সরকারী বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস শনাক্তকরণের পিসিআর মেশিন রয়েছে। প্রয়োজন হলে বাকি সাতটি বিশ্ববিদ্যালয়েও করোনা রোগী শনাক্তকরণের ব্যবস্থা করা হবে। প্রথমে শুধু রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) কোভিড-১৯ শনাক্তের কাজ হলেও, এখন তা ১৭ জায়গায় সম্প্রসারিত হচ্ছে। এরপরও যত মানুষ পরীক্ষা-নিরীক্ষা করাতে চাচ্ছেন তার অর্ধেকেরও চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বারবার পরীক্ষা নিরীক্ষার ওপর জোর দিয়ে আসছে।
×