ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৪৭ কোটি ৭৩ লাখ টাকা প্রদান করল বিএবি

প্রকাশিত: ০৯:২৭, ৬ এপ্রিল ২০২০

 প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৪৭ কোটি ৭৩ লাখ টাকা প্রদান করল বিএবি

করোনা প্রাদুর্ভাব জনিত উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী যে ৭২,৭৫০ কোটি টাকার আপদকালীন প্রণোদনা ঘোষণা করেছেন, তাকে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) স্বাগত ও অভিনন্দন জানিয়েছে। বিএবি বিশ্বাস করে প্রধানমন্ত্রী ঘোষিত এই প্রণোদনা দেশের ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পকে সচল রাখবে এবং এর ফলে দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি অব্যাহত থাকবে। করোনা উদ্ভূত সঙ্কট মোকাবেলায় নিম্ন আয়ের জনগোষ্ঠীর সাহায্যার্থে এবং চিকিৎসা সরঞ্জামাদি যেমন- পিপিই, টেস্টিং কিট, রেসপিরেটরি ইকুইপমেন্ট ইত্যাদি ক্রয়ের জন্য বিএবির পক্ষ থেকে এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১৪৭ কোটি ৭৩ লাখ টাকা প্রদান করেছে। অনুদানের ভেতরে ন্যাশনাল ব্যাংক ১৫ কোটি টাকা এবং অন্যান্য প্রতিটি পুরনো ব্যাংক ৫ কোটি টাকা এবং ৪র্থ প্রজন্মের ব্যাংকগুলো ২০ লাখ টাকা করে প্রদান করে। এছাড়াও আল-আরাফাহ ইসলামী ব্যাংক তাদের সব কর্মকর্তা কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ টাকা ৮৩ লাখ ১৮ হাজার ৩৪০ টাকা প্রদান করে।-বিজ্ঞপ্তি
×