ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনা ॥ নীলফামারী পৌরসভার সবার ছুটি বাতিল

প্রকাশিত: ০৯:০৫, ২২ মার্চ ২০২০

করোনা ॥ নীলফামারী পৌরসভার সবার ছুটি বাতিল

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচীর অংশ হিসেবে দেশের সব পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিলের জন্য স্ব-স্ব পৌরসভার মেয়রদের অনুরোধ করেছেন বাংলাদেশ মিউনিসিপ্যালিটি এ্যাসোসিয়েশনের (ম্যাপ) সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। ভারত সফর শেষে নীলফামারী ফিরে পৌর মেয়র হোম কোয়ারেন্টাইনে থেকে শনিবার দুপুরে মুঠোফোনে বিষয়টি সাংবাদিকদের অবগত করেন। তিনি এ বিষয়ে মোবাইল ফোনের মাধ্যমে তার এই অনুরোধ স্থানীয় গণমাধ্যমকর্মীদের অবগত করে জানান, করোনাভাইরাসের কারণে তিনি নীলফামারী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছেন। শনিবার তিনি ছুটি বাতিল করে কর্মকর্তা ও কর্মচারীদের করোনা প্রতিরোধে পৌরবাসীদের নিকট সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করিয়েছেন। বিষয়টি তিনি দেশের অন্য পৌরসভার মেয়রদের ছুটি বাতিলের অনুরোধ করেন। এর পাশাপাশি মেয়র করোনাভাইরাসের এই সময় বিভিন্ন স্থানে বিয়ে, গণজমায়েত কোন সমাবেশ আয়োজন না করার জন্য অনুরোধ করেন।
×