ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাসপাতাল ক্লিনিক বিনোদন কেন্দ্র- কোথাও কেউ নিষেধাজ্ঞা মানছে না

প্রকাশিত: ১১:২৮, ২০ মার্চ ২০২০

হাসপাতাল ক্লিনিক বিনোদন কেন্দ্র- কোথাও কেউ নিষেধাজ্ঞা মানছে না

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্কে মানুষ অস্থির, দিশেহারা। প্রতিদিনে, প্রতিমুহূর্তে বিশ্বের কোথাও না কোথাও মানুষ আক্রান্ত হচ্ছে অথবা মারা যাচ্ছে। ব্যবসায়-বাণিজ্য, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান অধিকাংশ ক্ষেত্রে বন্ধ প্রায় বাংলাদেশও এই দুঃসহ পরিস্থিতির বাইরে নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকাশ্যে সাধারণের নির্বিচার, চলাচলা, ভ্রমণ ও জটলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। অথচ এই দুঃসহ পরিস্থিতি উপেক্ষা করেই দেশের বিভিন্নস্থানে মানুষের অবাধ চলাফেরায় সচেতন মহল আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েছে। হাসপাতাল ক্লিনিকগুলোতেও একই অবস্থা। রাজশাহী থেকে স্টাফ রিপোর্টার জানান, করোনা পরিস্থিতির মধ্যেই রাজশাহী নগরীর বিভিন্ন বেসরকারী ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসমূহে অবাধে চলছে মানুষের আনাগোনা। সুরক্ষা ছাড়াই চলছে চিকিৎসাসেবা। রোগী ও তাদের স্বজনের অভিযোগ জ্বর-সর্দি-কাশি থাকলে চিকিৎসকেরা নানা অজুহাতে সেই রোগীর চিকিৎসা না দিয়ে এড়িয়ে যাচ্ছেন।
×