ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গোমূত্র পান, দিল্লীর পর কলকাতায়

প্রকাশিত: ০৮:৪১, ১৮ মার্চ ২০২০

গোমূত্র পান, দিল্লীর পর কলকাতায়

গোমূত্র পানের হুজুগ দিল্লী থেকে সংক্রমিত হলো কলকাতাতেও। দিল্লীতে গোমূত্র পার্টির আয়োজন করেছিল হিন্দু মহাসভা, উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান চক্রপানি মহারাজ। সোমবার কলকাতায় পূজা এবং গোমূত্র পানের আসর বসালেন বিজেপি নেতা। করোনার কোন প্রতিষেধক যেহেতু এখনও আবিষ্কার হয়নি, সেহেতু গোমূত্র পানই বাঁচার একমাত্র উপায়- জোর গলায় বললেন সেই বিজেপি নেতা। তবে বিজেপির রাজ্য নেতৃত্ব এর সঙ্গে দলের কোন যোগ নেই। আনন্দবাজার পত্রিকা। জোড়াসাঁকো এলাকার বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায় সোমবার গোমূত্র পান করালেন অনেককে। প্রকাশ্যেই স্থানীয় লোকজনের মুখে আলগোছে গোমূত্র ঢেলে দিতে দেখা গেছে ওই বিজেপি নেতাকে। করোনা রোধের নিদান হিসেবে গোমাতার পূজা এবং গোমূত্র পানের ওই আসরে যারা হাজির হয়েছিলেন, তাদেরও এটি পান করতে দেখা গেছে। ঘটনাস্থলে হাজির এক পুলিশ কনস্টেবলের হাতেও গোমূত্র ঢেলে দেন বিজেপি নেতা। হাতের তালুতে চুমুক দিয়ে তিনি তা খেয়েও নেন। শুধু গোমূত্র অবশ্য নয়, লাড্ডুও ছিল গোমাতার প্রসাদ হিসেবে। এ নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। কলকাতার ডেপুটি মেয়র তথা মেয়র পরিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ তীব্র কটাক্ষ ছুড়ে বলেছেন, ‘যাদের চিড়িয়াখানায় থাকার কথা, তারা বাইরে থাকলে এই রকমই হয়।’
×