ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টিসিবি দশ দিন কম দামে ভোগ্যপণ্য বিক্রি করবে

প্রকাশিত: ১১:৩৮, ১৭ মার্চ ২০২০

টিসিবি দশ দিন কম দামে ভোগ্যপণ্য বিক্রি করবে

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে সরকারী সংস্থা টিসিবি আগামী দশ দিন সাশ্রয়ী মূল্যে সারাদেশে ভোগ্যপণ্য বিক্রি করবে। নিম্ন আয়ের মানুষ ও সাধারণ ভোক্তারা যাতে বাজারের চেয়ে কমমূল্যে নিত্যপণ্য সংগ্রহ করতে পারেন সেজন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। এতে বাজারেও জিনিসপত্রের দাম কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। করোনার প্রভাবে দেশে কোন জিনিসপত্রের দাম বাড়বে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্য সচিব ড. মোঃ জাফর উদ্দীন। তিনি বলেন, চাহিদার চেয়ে কোন কোন ভোগ্যপণ্য এ মুহূর্তে দশগুণেরও বেশি মজুদ রয়েছে। তাই করোনা আতঙ্ক ছড়িয়ে জিনিসপত্রের দাম বাড়াতে পারবে না অসাধু ব্যবসায়ীরা। এছাড়া দ্রবমূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত বিশেষ কমিটি শীঘ্রই বাজারে কাজ শুরু করতে যাচ্ছে।
×