ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়াহিদুল হকের জন্মদিনে ‘দাও গো সুরের দীক্ষা’

প্রকাশিত: ১১:৩৭, ১৭ মার্চ ২০২০

ওয়াহিদুল হকের জন্মদিনে ‘দাও গো সুরের দীক্ষা’

স্টাফ রিপোর্টার ॥ দেশের সংস্কৃতিচর্চা ও সাংস্কৃতিক আন্দোলনের এক অগ্রপথিক ওয়াহিদুল হক। সংস্কৃতির শক্তিতে ভর করে অসুরের বিরুদ্ধে লড়াই করা এই সঙ্গীতজ্ঞ, সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের ৮৮তম জন্মদিন ছিল সোমবার। জন্মদিনে এই কীর্তিমানকে জানানো হলো শ্রদ্ধাঞ্জলি। গানের সুরে, কবিতার ছন্দে নিবেদিত হলো তার প্রতি ভালবাসা। দেড় ঘণ্টা ব্যাপ্তির আয়োজনে পরিবেশিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ও জাতীয় কবি নজরুলের গান। সঙ্গে ছিল প্রান্তিকের সুরাশ্রিত লোকসঙ্গীত। বসন্ত সন্ধ্যায় ধানম-ির ছায়ানট ভবনের বক্তৃতা কক্ষে আয়োজিত অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘দাও গো সুরের দীক্ষা’।
×