ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরা কলেজে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ ॥ আহত চার, আটক পাঁচ

প্রকাশিত: ০৯:৩৮, ৮ মার্চ ২০২০

সাতক্ষীরা কলেজে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ ॥ আহত চার, আটক পাঁচ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা সরকারী কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪ ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা সরকারী কলেজ ক্যম্পাসে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের দ্বিতীয় দফা হামলায় হাসপাতালে ভর্তি হওয়া আরও দুজন ছাত্র পালিয়ে গেছে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে। আহত উজ্জ্বলের কাছ থেকে একটি ধারালো ছোরা উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে জেলা কমিটিবিহীন ছাত্রলীগের নেতাদের মধ্যে নতুন কমিটির সভাপতি-সম্পাদক পদ নিয়ে আশিক গ্রুপ ও পারভেজ গ্রুপ প্রত্যক্ষ ও পরোক্ষ দ্বন্দ্বে জড়িয়ে পড়ার জের ধরে ও আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যের বিরোধের জেরে এই সংঘর্ষ ঘটেছে বলে জানা গেছে। জেলা ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থী আশিক জানান, তার সমর্থিত ইব্রাহীম, হাসানুজ্জামান নিশান ও সাকিবসহ কয়েকজন ছাত্র শনিবার দুপুরে সাতক্ষীরা সরকারী কলেজ ক্যাম্পাসে বসে গল্প করছিল । এ সময় পারভেজ গ্রুপ সমর্থিত ফরহাদের সঙ্গে সিগারেট খাওয়া নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। এ সময় ছুরিকাঘাত করে হামলার ঘটনা ঘটে। পারভেজ গ্রুপ সমর্থকরা জানান, আনোয়ার সুমন, দেলোয়ার, আশিক, আদনান এই হামলার জন্য দায়ী। এতে কলেজ ছাত্র উজ্জ্বলসহ কয়েকজন আহত হন। উজ্জ্বল জানান, আশিক গ্রুপ সজীব ও ফরহাদকে মারপিট করছিল। উজ্জ্বল তাদের ঠেকাতে গেলে তিনিও আহত হন। উজ্জ্বল অভিযোগ করে বলেন, তাদেরকে মারপিটের পর তারা হাসপাতালে গেলে সেখানে আরও এক দফা হামলার ঘটনা ঘটে। মুজিববর্ষের নামে চাঁদাবাজি ॥ চট্টগ্রামে গ্রেফতার ৩ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মুজিববর্ষ উদ্যাপনের নামে চাঁদাবাজির অভিযোগে নগরীর নন্দনকানন থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে শেখ রিয়াজ আহমেদ প্রকাশ রাজু, শাহজাহান ও বাটুল বড়ুয়া। কোতোয়ালি পুলিশ জানায়, শুক্রবার রাতে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়েছে। যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরীর নামে এরা নন্দনকাননের একটি ভবনে স্থাপিত প্রতিষ্ঠান থেকে মুজিববর্ষ উদ্যাপনের নামে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে।
×