ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সবুজবাগে টিনের চালা কেটে দুর্ধর্ষ চুরি

রাজধানীতে ট্রেন ও ট্রাকের ধাক্কায় দুজনের মৃত্যু

প্রকাশিত: ১১:৩২, ৫ মার্চ ২০২০

রাজধানীতে ট্রেন ও ট্রাকের ধাক্কায় দুজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথকস্থানে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এদিকে মধ্য বাড্ডায় এক রিক্সাচালক আত্মহত্যা করেছে। অন্যদিকে সবুজবাগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে টিনের চালা কেটে দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে। এ সময় দুবর্ৃৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক স্বর্ণের দোকানের কিশোর কর্মচারী গুরুতর আহত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর কাওরান বাজারে ট্রেনের ধাক্কায় রতœা আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের স্বামীর নাম মৃত লিটন মিয়া। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বাজিতপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৮টার দিকে মাছের আড়তের সামনের সিগন্যালের পাশে আইল্যান্ডে দাঁড়িয়ে ছিলেন ওই নারী। এ সময় টঙ্গীগামী পারাবত এক্সপ্রেস নামে একটি ট্রেনে ঝুলিয়ে রাখা একটি বাইসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে রতœা নামে ওই মহিলা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে রবিন জানান, বাবা লিটন বহু আগে মারা গেছেন। তারা দুইভাই। মা রতœার মাথায় একটু সমস্যা ছিলো। মাছের আড়তেই কাজ করে তাদের সংসার চলতো। আড়তের পাশে থাকেন তারা। সকালে মায়ের দুর্ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে মায়ের লাশ দেখতে পাই। ঢামকে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বিকেলে ঢামেক মর্গে ওই নারী লাশের ময়নাতদন্ত সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে একইদিন সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় হামিম ভূঁইয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি রাজধানীর উত্তরা ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন। ডেমরা নতুনপাড়া এলাকার ২৮৩ নম্বর বাসায় থাকতেন তিনি। নিহতের ফুফাতো ভাই সানি জানান, বুধবার সকালে হামিম বাসা থেকে মোটরসাইকেল নিয়ে উত্তরায় কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে যাত্রাবাড়ী মৃধাবাড়ি রাজমহল হোটেলের সামনে পৌঁছালে একটি মাটি টানার ছোট ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। রিক্সাচালকের আত্মহত্যা রাজধানীর মধ্য বাড্ডায় আমিন মুন্সী (৩০) নামে এক রিক্সাচালক আত্মহত্যা করেছে। নিহতের বাবার নাম আনছার মুন্সী। গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা থানার হাজী পাড়া গ্রামে। তিনি মধ্য বাড্ডা বাজার রোডের এগারো সরণিতে একটি ভাড়া বাসায় সপরিবারে থাকতেন। এক ছেলে সন্তানের জনক ছিলেন তিনি। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসমত আলি জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ মধ্য বাড্ডার বাজার রোডের ওই বাড়ি থেকে আমিন মুন্সী নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এসআই হাসমত আলি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আমিন আত্মহত্যা করেছে। অন্য কোন কারণ আছে কিনা। তা নিয়ে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। নিহতের স্ত্রী গোলাপি বেগম জানান, স্বামী আমিন রিক্সা চালাতেন। তিনি জানান, মঙ্গলবার রাতে ঘুমানোর পরে ১২টার দিকে বাহিরে যায় আমিন। ভোরে ঘুম থেকে জেগে দেখি সে পাশে নেই। পরে সকালে উঠে দেখি বারান্দায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস অবস্থায় লাশ ঝুলছে। এরপর পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে। চোরের ধারালো অস্ত্রের কোপে এক কিশোর কর্মচারী আহত রাজধানীর সবুজবাগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে টিনের চালা কেটে দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে। এ সময় দুবর্ৃৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মোঃ মাসুদ (১৬) নামে এক স্বর্ণের দোকানের কিশোর কর্মচারী গুরুতর আহত হয়েছে। আহত মাসুদ ফেনী ছাগলনাইয়া বাজারের বাসিন্দা মঈন উদ্দিনের ছেলে। সবুজবাগ নন্দীপাড়ার বাজার এলাকায় তার খালু মোঃ মিলনের কাছে থাকত। আহতের খালু মিলন জানান, তিন থেকে চার মাস মাসুদ তার কাছেই থাকে। নন্দীপাড়া গার্মেন্টস গলিতে মা জুয়েলার্স নামে তার একটি স্বর্ণের দোকান আছে। মাসুদ ওই দোকানেই রাতে থাকত। তিনি জানান, প্রতিদিনের মতো মাসুদ রাতে দোকানেই ঘুমিয়ে ছিল। সকালে গিয়ে তিনি দেখেন, মাসুদ দোকানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দোকানের উপরে টিনের চাল কাটা। মাসুদের মাথায় ও কানে বেশ কিছু ছুরির আঘাত রয়েছে। ধারণা করছেন, দোকানে চালা কেটে চোর প্রবেশ করেছিল। ওই চোরদের ধারালো অস্ত্রের আঘাতেই মাসুদ আহত হয়েছে। এদিকে মা জুয়েলার্সের পাশে স্টেশনারি দোকান অংকুর লাইব্রেরিতেও একই ঘটনা ঘটেছে। দোকানের মালিক শামীম জানান, সকালে দোকান খুলে দেখেন রাতে চোরেরা চালা কেটে দোকানে প্রবেশ করে ক্যাশ লুট করেছে। তবে জিনিসপত্র সব এলোমেলো ছিল। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, চুরির বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
×