ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করতে চায় যুক্তরাজ্য ও ইইউ

প্রকাশিত: ১০:০৭, ৪ মার্চ ২০২০

ব্রেক্সিট বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করতে চায় যুক্তরাজ্য ও ইইউ

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী সপ্তাহে ব্রেক্সিট বাণিজ্য চুক্তি আলোচনা শুরুর জন্য যুক্তরাজ্যের প্রস্তাবে সম্মতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইউরোপীয় কমিশনের মুখপাত্র ডানা স্পিনেট। তিনি আরও জানান, বাণিজ্য চুক্তি আলোচনার জন্য যুক্তরাজ্যের প্রথম বৈঠক হবে আগামী সোমবার। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউভুক্ত ২৭ দেশের প্রতিনিধিদের বৈঠকের বিষয়ে জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার যুক্তরাজ্যের ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী মিশেল গোভ জানান, চুক্তির বিষয়ে আলোচনার জন্য বৈঠক আহ্বান করা হয়েছে। জোটভুক্ত না হলেও বিশ্ব অর্থনীতির উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের বাস্তবসম্মত উদ্যোগে যুক্তরাজ্য সমর্থন দেবে বলেও জানান তিনি।
×