ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আয়কর দিতে হয় না!

প্রকাশিত: ১০:২৪, ২৫ ফেব্রুয়ারি ২০২০

 আয়কর দিতে হয় না!

এখন থেকে আয়কর না দিলেও আপনার শাস্তি মাফ করে দেয়া হবে। এ ধরনের চিন্তাধারা থাকলে পেতে হবে ১৩ দেশের যে কোন এক দেশের নাগরিকত্ব। পৃথিবীতে এমন ১৩ দেশ আছে যেখানে কোন আয়কর দিতে হয় না। বিশ্ব অর্থনীতির শীর্ষস্থানীয় দেশগুলোর প্রত্যেক নাগরিককে আয়কর দিতে হয়। আয়কর না দিলে রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা। যদিও আইনে ফাঁকি দেয়ার প্রবণতাও অনেকের। সেই তালিকায় রয়েছেন অভিনেতা থেকে ক্রীড়াবিদসহ নানা ক্ষেত্রের ব্যক্তি। বেশ কিছুদিন আগেই পানামা পেপার বের করেছিল এক তালিকা, যেখানে আয়কর ফাঁকি দেয়ায় প্রকাশ্যে এসেছিল নানা মহলের বিখ্যাত ব্যক্তিদের নাম। কিন্তু ১৫০ দেশে কেপিএমজি থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুসারে ১৩ দেশে আয়কর দিতে হয় না। দেশগুলো হলো- এ্যাঙ্গোলা, এ্যান্টিগুয়া, বাহামা, বাহরাইন, বারমুডা, ব্রুনাই দারুসসালাম, কেম্যান দ্বীপপুঞ্জ, কুয়েত, ওমান, কাতার, সেন্ট কিটস ও নেভিস, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। তবে উচ্চ হারের আয়কর দেয়ার ক্ষেত্রে প্রথম সুইডেন। যেখানে প্রায় ৫৭ দশমিক ২ শতাংশ আয়কর দেয়া হয়। ডেনমার্কে ৫৫ দশমিক ৯শতাংশ আয়কর দেয়া হয়। অস্ট্রিয়ায় ৫৫ শতাংশ আয়কর দেয়া হয়, ফিনল্যান্ডে ৫৩ দশমিক ৬০ শতাংশ আয়কর দেয়া হয়। নেদারল্যান্ডসে ৫১ দশমিক ৬০ শতাংশ আয়কর দিতে হয়। সব শেষে রয়েছে ইসরাইল, স্লোভেনিয়া ও বেলজিয়াম যেখানে ৫০ শতাংশ করে আয়কর দিতে হয়। -জি নিউজ
×