ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

জার্মানি টু নিউজিল্যান্ড

প্রকাশিত: ০৮:৫৪, ২৩ ফেব্রুয়ারি ২০২০

জার্মানি টু নিউজিল্যান্ড

একটি চিঠি বোতলে পুরে জার্মানি থেকে ভাসিয়ে দেয়ার ৭ বছর পর তা নিউজিল্যান্ডে পৌঁছায়। ক্রিশ্চিয়ান গোগস নামে এক জার্মান বলেছেন, তার বাচ্চারা ও তাদের বন্ধুরা মিলে একটি চিঠি বোতলে পুরে প্রায় ৭ বছর আগে বন শহরের রাইন নদীতে ভাসিয়ে দেয়। তিনি চলতি সপ্তায় অকল্যান্ডের একটি পরিবারের কাছ থেকে ওই চিঠির উত্তর পেয়েছেন। অকল্যান্ডের সৈকতে ভাসমান ওই বোতলটি পান নিউজিল্যান্ডের ওই পরিবার। -ইউপিআই ৪৭ বছর পর ... ৯৮ ও ১০১ বছরের দুই কম্বোডিয়ান বোন ৪৭ বছর পর পুনরায় প্রথমবারের মতো একত্রিত হন। তারা দুজনেই ভেবেছিলেন যে অন্যজন খেমার রুজদের ১৯৭০ দশকের শাসনের সহিংসতার সময় মারা গেছেন। ৯৮ বছরের বান শেন তার ৯২ বছরের ভাইয়েরও দেখা পেয়েছেন। পল পটের নেতৃত্বাধীন কমিউনিস্টরা কম্বোডিয়ার নিয়ন্ত্রণ নেয়ার দুই বছর আগে ১৯৭৩ সালে দুই বোনের সর্বশেষ দেখা হয়েছিল। খেমার রুজদের শাসনামলে ২০ লাখের মতো মানুষ মারা যায়। -বিবিসি
×