ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনায় চীনের অর্থনৈতিক ক্ষতি ৪২০ বিলিয়ন ডলার

প্রকাশিত: ০৭:১৩, ১৬ ফেব্রুয়ারি ২০২০

 করোনায় চীনের  অর্থনৈতিক ক্ষতি  ৪২০ বিলিয়ন  ডলার

প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ভয়াবহ এ ভাইরাসে শুধুমাত্র চীনকে স্বাস্থ্যগত ঝুঁকিতে ফেলেনি, মারাত্মক প্রভাব ফেলেছে দেশটির অর্থনীতির ওপরও। এখন পর্যন্ত এ ভাইরাসে ১৫০০ জনের প্রাণহানি ঘটেছে। আক্রান্ত হয়েছেন প্রায় ৬৬ হাজার মানুষ। ভয়াবহ এ ভাইরাস মোকাবেলায় এখন পর্যন্ত চীনের খরচ হয়েছে ৪২০ বিলিয়ন ডলার। কেবারে তলানিতে পৌঁছে গেছে চীনের অর্থনীতি। ৩০ বছরের ইতিহাসে সব থেকে তলানিতে দেশটির অর্থনীতি। যা চীনের অর্থনীতিতে বড় ধাক্কা। জানা গেছে, গত চার বছরের মধ্যে চীনের সংস্থাগুলোতে হঠাৎ করেই কমে গেছে লাভের পরিমাণ। ভাইরাস আতঙ্কে অন্য দেশের বিভিন্ন সংস্থাও চীনে থাকা অফিসগুলোর বন্ধ করে দিয়েছে। সমস্ত কর্মীদের ফিরিয়ে নিচ্ছে সেখান থেকে। - সিনহুয়া
×