ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বিটিভিতে ডিজিটাল স্টুডিও উদ্বোধন

প্রকাশিত: ১১:০৫, ৬ ফেব্রুয়ারি ২০২০

বিটিভিতে ডিজিটাল স্টুডিও উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ শহীদ এ.এফ.এম সিদ্দিক ডিজিটাল স্টুডিও এবং শহীদ আকমল খান ডিজিটাল স্টুডিও উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ টেলিভিশন আরও একধাপ এগিয়ে গেল। ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা ত্বরান্বিত করতে বিটিভির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। বুধবার বিকেল ৫টায় বাংলাদেশ টেলিভশন ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘৭৫’র ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করার পর তৎকালীন রাষ্ট্রক্ষমতায় আসীন ব্যক্তিবর্গের নির্দেশনা মোতাবেক অনুষ্ঠান সম্প্রচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন শহীদ এ. এফ.এম সিদ্দিক ডিজিটাল এবং শহীদ আকমল খান। ফলে তাদের হত্যা করা হয়েছিল।’ এছাড়া তিনি বিটিভিকে সকল টেলিভিশনের আতুরঘর বলে আখ্যায়িত করেছেন। সবশেষে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রীর ভূমিকা বিটিভির মাধ্যমে সম্প্রচার করার আহ্বান করেন। বিশেষ অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান আগামী ১৭ মার্চ জাতির পিতার জন্মশতবার্ষিকীর আগেই বিটিভিকে পূর্ণাঙ্গ ডিজিটাল চ্যানেলে রূপান্তর করার অনুরোধ জানান মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট। অনুষ্ঠানের সভাপতি বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ বলেন, ‘বঙ্গবন্ধু শুধু স্বপ্ন দেখেননি, তিনি স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ করে গিয়েছিলেন, আজ তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সে পথে হাঁটছেন।’ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দেশবরেণ্য অভিনেতা, অভিনেত্রী, শিল্পী, কলাকুশলী, সাংবাদিক ও তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
×