ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরের টঙ্গীতে ‘রাসায়নিক গুদাম নির্মাণ’ শীর্ষক প্রকল্পের চুক্তি সই

পুরান ঢাকার রাসায়নিক কারখানা সরাতে কার্যক্রম শুরু

প্রকাশিত: ১১:৫১, ৫ ফেব্রুয়ারি ২০২০

পুরান ঢাকার রাসায়নিক কারখানা সরাতে কার্যক্রম শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ অবশেষে পুরান ঢাকা থেকে রাসায়নিক পদার্থের কারখানা এবং রাসায়নিক পদার্থ মজুদের গুদাম সরিয়ে দেয়ার কার্যাক্রম শুরু করেছে সরকার। সেই লক্ষ্যে প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গীতে ‘রাসায়নিক গুদাম নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্প নিয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) সম্মেলন কক্ষে ক্রয়কারী প্রতিষ্ঠান বিএসইসি এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ডকইয়ার্ড এ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক্স লিমিটেড (ডিইডব্লিউ), বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে এই প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটিতে ক্রয়কারী প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক মোঃ মনিরুজ্জামান খান এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ডিইডব্লিউর উপ-মহাব্যবস্থাপক কমান্ডার নাজমুল ইসলাম, (সি), পিএসসি, বিএন। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান মোঃ রইছ উদ্দীন, পরিচালক অর্থ-আনিস উল-হক-ভুইয়া, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)- প্রকৌশলী মোঃ আশিকুর রহমান, সচিব-প্রকৌশলী মোঃ আবুল খায়ের সরদার, প্রধান ব্যক্তি প্রশাসন কর্মকর্তা শাহীরা পারভীন, উপ-প্রধান নিরীক্ষণ কর্মকর্তা- আ ত ম জাহাঙ্গীর মোস্তাক, হিসাব নিয়ন্ত্রক এ এম রিজওয়ান হোসেন, প্রকল্প ব্যবস্থাপক ও উপ-প্রকল্প পরিচালক মোঃ সালমান মাহমুদ খান, ডকইয়ার্ড এ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক্স লিমিটেডের উপ-প্রধান প্রকৌশলী (প্ল্যানিং এ্যান্ড ডিজাইন) এস এম রাশিদুল ইসলাম প্রমুখ। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী প্রকল্পের এলাকা আগামী ১০ দিনের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের নিকট হস্তান্তর করা হবে এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ১৩৫ দিনের মধ্যে প্রকল্পের প্রথম পর্যায়ের কাজটি সম্পন্ন করবে। নির্ধারিত সময়ে কাজটি সম্পন্ন করার লক্ষ্যে ক্রয়কারী প্রতিষ্ঠান ঠিকাদারি প্রতিষ্ঠানকে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস প্রদান করে। ঠিকাধারি প্রতিষ্ঠান গুণগতমান বজায় রেখে সঠিক সময়ে শেষ করার অঙ্গীকার করেন। উল্লেখ্য, রাসায়নিক পদার্থের কারখানা এবং গুদাম থাকা অত্যন্ত বিপজ্জনক। তা পুরান ঢাকার মানুষ ২০১০ সালে নিমতলীর ভয়াবহ অগ্নিকা-ের পর থেকেই প্রত্যক্ষ করে। এরপর আর বেশি অনুভব করে ২০ ফেব্রুয়ারি আনুমানিক রাত সাড়ে ১০টার সময়। এরপর থেকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে রাসায়নিক কারখানা ও গুদামগুলো নিরাপদ স্থানে স্থানান্তরের লক্ষ্যে সরকার বিসিক-এর মাধ্যমে বৈধ কেমিক্যাল কারখানা ও কেমিক্যাল ব্যবসায়ীদের স্থায়ীভাবে কারখানা ও গুদাম নির্মাণের দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করে। এ পরিকল্পনা বাস্তবায়ন সময় সাপেক্ষ বিধায় অতিদ্রুততম সময়ের মধ্যে বিদ্যমান কেবলমাত্র বৈধ লাইসেন্সধারী ব্যবসায়ীদের আমদানিকৃত কেমিক্যাল সংরক্ষণের নিমিত্ত বিএসইসি’র আওতাধীন টঙ্গীর কাঁঠালদিয়ায় অস্থায়ীভাবে গুদাম নির্মাণের জন্য শিল্প মন্ত্রণালয় কর্তৃক নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। এর আলোকে অস্থায়ীভাবে গুদাম নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পটি সম্পূর্ণ সেবামূলক, অলাভজনক ও জনগুরুত্বপূর্ণ। জাতীয় অগ্রাধিকার ভিত্তিক এই প্রকল্পটি দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য দুইটি পর্যায়ে ভাগ করা হয়েছে। এরপর বিসিকের মাধ্যমে বৈধ কেমিক্যাল কারখানা ও কেমিক্যাল ব্যবসায়ীদের জন্য স্থায়ীভাবে কেমিক্যাল পল্লী নির্মাণ কাজ সম্পাদিত হলে তাদের উল্লেখিত জায়গায় সরিয়ে দেয়া হবে এবং জায়গাটি ঢাকা স্টিল ওয়ার্ক্স লিমিটেড কর্তৃক ব্যবহৃত হবে।
×