ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে আনোয়ার শাহ’র জানাজায় চার লক্ষাধিক মুসল্লি

প্রকাশিত: ১১:১৩, ৩১ জানুয়ারি ২০২০

কিশোরগঞ্জে আনোয়ার শাহ’র জানাজায় চার লক্ষাধিক মুসল্লি

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৩০ জানুয়ারি ॥ দেশের প্রখ্যাত আলেম কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব, আল-জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক আল্লামা আজহার আলী আনোয়ার শাহ’র নামাজে জানাযায় অংশ নিতে বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে থাকেন। বেলা দুইটায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে অনুষ্ঠিত জানাজায় চার লক্ষাধিক মানুষের ঢল নেমেছিল। সকাল ১০টার দিকেই পূর্ণ হয়ে যায় সাত একর আয়তনের বিশাল ঐতিহ্যবাহী মাঠটি। ঈদগাহে জায়গা না পেয়ে অনেকে মাঠের আশপাশের খালি জায়গায় দাঁড়িয়ে জানাজা পড়েন। জানাজা শেষে মরহুমের লাশ জেলা শহরের শোলাকিয়াস্থ বাগে জান্নাত পারিবারিক গোরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে। এর আগে সকাল পৌনে ১১টায় আল্লামা আজহার আলী আনোয়ার শাহ’র লাশ শোলাকিয়া ঈদগাহ ময়দানে নিয়ে যাওয়া হয়। সেখানে শ্রদ্ধাভাজন এই আলেমকে অশ্রুসিক্ত নয়নে শেষবারের মতো একনজর দেখেন লাখো মানুষ। পরে মরহুমের ছোট ছেলে মাওলানা আনজার শাহ তানিম এর ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য মাগফিরাত কামনা করে দোয়া চান আল্লামা আজহার আলী আনোয়ার শাহ এর ছোট ভাই ভাই আল জামিয়াতুল ইমদাদিয়ার ভাইস প্রিন্সিপাল সাব্বির হোসেন রশিদ এবং ছেলে আনজার শাহ তানিম। এছাড়া দোয়া কামনা করে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক স্পেশাল পিপি এম এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ আল মামুন খান, মাওলানা নূর হোসেন কাশেমীসহ দেশ বরেণ্য অন্যান্য আলেম ওলামাগণ। আনোয়ার শাহ কওমি মাদ্রাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য ও বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহ-সভাপতি ছিলেন।
×