ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জীবনে নৈতিকতা ও সততার চর্চা রাখতে হবে ॥ গণপূর্তমন্ত্রী

প্রকাশিত: ১১:৩৭, ৩০ জানুয়ারি ২০২০

জীবনে নৈতিকতা ও সততার চর্চা রাখতে হবে ॥ গণপূর্তমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ প্রত্যেকের জীবনে নৈতিকতা ও সততার চর্চা রাখতে হবে এবং নিজের ওপর অর্পিত দায়িত্বকে ধারণ করতে হবে। তাই যার যার জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। বুধবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের শুদ্ধাচার পুরস্কার ২০১৮-২০১৯ প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয় ও আওতাধীন দফতর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার, আতরিক্ত সচিব মোঃ ইয়াকুব আলী পাটওয়ারী, ড. মোঃ আফজাল হোসেনসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাগণ ও মন্ত্রণালয়ের আওতাধীন দফতর-সংস্থা প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ২০১৮-২০১৯ সালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত মন্ত্রণালয়ের অফিস সহকারী মোঃ রফিকুল ইসলাম, মন্ত্রণালয়ের সাবেক উপসচিব ও বর্তমানে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোসাঃ সুরাইয়া বেগম এবং স্থাপত্য অধিদফতরের সাবেক প্রধান স্থপতি কাজী গোলাম নাসিরের হাতে পুরস্কারের সনদপত্র ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ তুলে দেন। এর আগে মন্ত্রী ২০১৯-২০২০ সালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে অন্তর্ভুক্ত উন্নয়ন প্রকল্পসমূহের ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন।
×