ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১০ শতাংশ

প্রকাশিত: ১২:২২, ২৬ জানুয়ারি ২০২০

ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১০ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন বেড়েছে। সঙ্গে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও বেড়েছে ১.২৪ পয়েন্ট বা ৯.৭৬ শতাংশ। সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৩.৯৯ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১২.৭৫ পয়েন্ট। খাতভিত্তিক হিসেবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ২৬.১০ পয়েন্ট, সিরামিক খাতে ২৪.১০ পয়েন্ট, প্রকৌশল খাতে ১৩.৪০ পয়েন্ট, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ২৫.৬০ পয়েন্ট, জ্বালানি ও বিদ্যুত খাতে ১৩.৪০ পয়েন্ট, সাধারণ বীমা খাতে ১৫.১০ পয়েন্ট, তথ্য ও প্রযুক্তি খাতে ২১.৪০ পয়েন্ট, বিবিধ খাতে ২২ পয়েন্ট, আর্থিক খাতে ৬১.৮০ পয়েন্ট, পেপার ও প্রিন্টিং খাতে ২৯৮.৮০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১৬.৫০ পয়েন্টে। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×