ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফুটওভার ব্রিজ না থাকায় জবির সামনের সড়ক শিক্ষার্থীদের জন্য মরণফাঁদ

প্রকাশিত: ০৭:৪৬, ২৫ জানুয়ারি ২০২০

  ফুটওভার ব্রিজ না থাকায় জবির সামনের সড়ক শিক্ষার্থীদের জন্য মরণফাঁদ

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনের রাস্তা শিক্ষার্থীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। কোন বিকল্প রাস্তা বা ফুটওভার ব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয় শিক্ষার্থীদের। প্রতিদিন রাস্তা পার হতে গিয়ে নানা দুর্ঘটনার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তায় বেপরোয়া যান চলাচল করে। পুরান ঢাকার এই রাস্তা পারাপার হতে প্রায় সময়ই শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হয়ে আহত হচ্ছেন। স্বনামধন্য এই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের ব্যস্ত রাস্তায় নেই কোন সুস্থ ট্রাফিক ব্যবস্থা, নেই রাস্তা পারাপার হওয়ার জন্যে কোন জেব্রা ক্রসিং, নেই কোন ওভারব্রিজ। বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় গাড়ির গতি কমাতে একটি স্পীড ব্রেকার নির্মাণ করা হলেও কোন কাজে আসছে না। স্পীডব্রেকার অতিক্রম করা মাত্রই যানবাহনের গতি আরও বেড়ে যায়। চালকেরা কোনকিছুর তোয়াক্কা করে না। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হচ্ছে শিক্ষার্থীদের। সরেজমিনে দেখা যায়, প্রধান ফটকের সামনে চারটি রাস্তা একত্রিত হয়েছে। গুলিস্থান, যাত্রাবাড়ীর গাড়িগুলো রায়সাহেব বাজার হয়ে জবির প্রধান ফটকের সামনে দিয়ে যায়। এদিকে সদরঘাট থেকে ছেড়ে আসা গাড়িগুলোও প্রধান ফটকের সামনে দিয়ে যায়। এছাড়াও পোস্তগোলা থেকে একটি রাস্তা সদরঘাট ও বাংলাবাজার দিয়ে জবির প্রধান ফটকের সামনে মিলিত হয়েছে। অন্যদিকে সোহ্রাওয়ার্দী কলেজের সামনে দিয়ে একটি রাস্তা এসেও জবির প্রধান ফটকের সামনে মিলিত হয়েছে। সবমিলিয়ে জবির প্রধান ফটকের সামনে একটি মরণফাঁদে পরিণত হয়েছে। ফলে যেকোন সময় ঘটে যেতে পারে বড় কোন দুর্ঘটনা। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নূরে হাফসা জুয়েনা বলেন, সারাদিন এই রাস্তাটিতে প্রচুর গাড়ি চলাচল করে এবং বিশ্ববিদ্যালয়ের সামনে এসেও গতি কমায় না। ফলে রাস্তা পারাপার হতে অনেক ভোগান্তির শিকার হতে হয়। দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রায়হান বলেন, জবির প্রধান ফটকের সামনে যানবাহনের যে বেপরোয়া অবস্থা তাতে দ্রুত পদক্ষেপ না নিলে যেকোন সময় ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। এ বিষয়ে প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘গেটের সামনের নিরাপত্তা কর্মীদের বিশেষভাবে বলা আছে, যেন শিক্ষার্থীদের যাতায়াতের সময় কোন সমস্যা না হয়। বিশেষ করে সকালে ও ছুটির সময় ট্রাফিক ও স্টাফদের প্রধান ফটকের সামনে যেন যানজট সৃষ্টি না হয়, সেই বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে। কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি পেট্রোল) মোঃ ইকবাল হোসেন বলেন, ‘গেটের সামনের যানজট নিরসনে ট্রাফিকদের বিশেষভাবে অবগত করা আছে।’
×