ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ের অহনার সাফল্য

প্রকাশিত: ০৯:৫৭, ২৩ জানুয়ারি ২০২০

 গফরগাঁওয়ের অহনার সাফল্য

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও ॥ বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত ‘বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো’ শীর্ষক জাতীয় শিশু প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে ময়মনসিংহ জেলা শিশু একাডেমির ও জেলা প্রশাসনের আয়োজনে বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় ‘গ’ বিভাগে ময়মনসিংহ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে শেখ আফসার আওয়াল অহনা। সে প্রতিযোগিতায় শেরপুর, জামালপুর, নেত্রকোনা জেলাকে হারিয়ে প্রথম স্থান অধিকার করে। তার হাতে পুরস্কার ও সনদ তুলে দেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী জামান। উপস্থিত ছিলেন বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা বেগম, শফিকুল ইসলামসহ আরও অনেকে। এর আগে শেখ আফসারা আওয়াল অহনা ‘বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো’ সাধারণ জ্ঞানে গফরগাঁও উপজেলা ও জেলায় প্রথম স্থান অর্জন করে সর্বশেষ গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে। সে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী।
×